মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মার্কিন সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এপিক সিস্টেমসের একটি স্বাস্থ্যবিষয়ক সফটওয়্যার চুরির দায়ে ভারতীয় সফটওয়্যার নির্মাতা টাটা কনসালট্যান্সি সার্ভিসেসকে ৯৪ কোটি ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ফেডারেল জুরি। গত শুক্রবার আদালত এ রায় দেয়। আদালতের এই রায়ের বিপক্ষে এক মাসের মধ্যে আপিল করার সুযোগ পাবে ভারতীয় প্রতিষ্ঠানটি। টিসিএস জানিয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। টিসিএসের ভাষ্য, এপিক সিস্টেমসের ইউজার ওয়েব পোর্টাল থেকে যে ডকুমেন্ট তারা ডাউনলোড করেছিল, তার কোনো অপব্যবহার বা তা থেকে কোনো সুবিধা নেয়নি তারা। এ রায় টিসিএসের চতুর্থ প্রান্তিকের আয়ের ওপর কোনো প্রভাব ফেলবে না। গতকাল সোমবার টিসিএসের চতুর্থ প্রান্তিকের রায় প্রকাশিত হওয়ার কথা ছিল। এপিক সিস্টেমস অভিযোগ করেছে, তারা স্বাস্থ্যবিষয়ক প্রতিষ্ঠানগুলোর বিল তৈরি, ইনস্যুরেন্স ও রেফারেল সেবা নিয়ে যে সফটওয়্যার তৈরি করেছে, সেখান থেকে গোপন তথ্য ও ডকুমেন্ট চুরি করেছে টিসিএস। যুক্তরাষ্ট্রের কায়সার পারমানেন্ট নামের একটি প্রতিষ্ঠানের হয়ে টিসিএসের এক কর্মকর্তা পরামর্শক হিসেবে কাজ করেছিলেন। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।