মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : নির্বাহী ক্ষমতাবলে অভিবাসন তৎপরতা নিয়ে সুপ্রিম কোর্টের বিচারের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রেসিডেন্টের ক্ষমতার আওতা কতটুকু তা নিয়ে গতকাল সোমবার শুনানি হয় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে। অবৈধ অভিবাসীদের নিজে দেশে ফেরত যাওয়া থেকে রেহাই দেওয়ার ব্যাপারে ওবামা একতরফাভাবে পদক্ষেপ নিয়ে তার নির্বাহী ক্ষমতার বাইরে চলে গেছেন কি না- শুনানিতে সে প্রশ্নেরই মুখোমুখি হতে হয় তাকে। ওবামার ওই পদক্ষেপ নিয়ে ৯০ মিনিটের যুক্তিতর্ক অনুষ্ঠান করেন বিচারকরা। ২০১৪ সালে ওবামা কংগ্রেসকে পাশ কাটিয়ে অভিবাসন সংক্রান্ত নির্বাহী আদেশ জারি করেন। এতে করে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রায় ৫০ লাখ অবৈধ অভিবাসীর বৈধতা পাওয়ার সুযোগ সৃষ্টি হয়। রিপাবলিকানদের বিরোধিতার পরও আদেশটি কার্যকর করার সব প্রশাসনিক উদ্যোগ নেয় ওবামা প্রশাসন। বৈধতা পেতে অভিবাসীদের আবেদনপত্র জমা দেওয়ার আগ মুহূর্তে বিরোধীপক্ষ আদালতে মামলা করে। তাদের অভিযোগ, প্রেসিডেন্ট তার নির্বাহী ক্ষমতার বাইরে চলে গেছেন।
টেক্সাসের নেতৃত্বে ২৬টি রাজ্য ওবামার ২০১৪ সালের অভিবাসন পরিকল্পনা রুখে দিতে মামলা করে। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।