Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আয়ারল্যান্ডেও বৃষ্টির হানা

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

ক্যারিবিয়ান সফরে থাকা জাতীয় দলের প্রথম টি-২০ ম্যাচটি বৃষ্টি আইনে জিতে তিন ম্যাচ সিরিজে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এদিকে আয়ারল্যান্ড সফরে থাকা বাংলাদেশ ‘এ’ দলের প্রথম ম্যাচেও হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। যার জেরে পরিত্যক্তই হয়ে গেছে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রথম আনঅফিসিয়াল ওয়ানডেটি।
গতপরশু উইকলোর ওক হিল ক্রিকেট ক্লাব মাঠে ৫ ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটিতে খেলা হতে পেরেছে কেবল ৫ ওভার। টস জিতে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক মুমিনুল হক ব্যাটিংয়ে পাঠান প্রতিপক্ষকে। তবে খেলা শুরুর আগেই নামে বৃষ্টি। লম্বা বিরতির পর শেষ পর্যন্ত ম্যাচ নেমে আসে ২৮ ওভারে। ৫ ওভারে আইরিশরা ১ উইকেটে ৩৭ রান করার পর বৃষ্টি নামে আবার। এরপর আর শুরু হতে পারেনি খেলা। একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচটি আজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৃষ্টির হানা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ