Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিগুয়েইন-বোনুচ্চি বিনিময় চুক্তি

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

ব্যাপারটা অনুমিতই ছিল। জুভেন্টাসে ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছে জায়গা হারাতে হতে পারে গঞ্জালো হিগুয়েইনের। হলোও তাই। আর্জেন্টাইন স্ট্রাইকার চলে যাচ্ছেন ইতালিরই আরেক ক্লাব এসি মিলানে। বিনিময় চুক্তির অংশ হিসেবে এক বছর পর এসি মিলান থেকে আবারো তুরিনে ফিরছেন লিওনার্দো বোনুচ্চি।
দলকে টানা ছয় সেরি আ শিরোপা উপহার দিয়ে গত গ্রীষ্মেই জুভেন্টাস থেকে এসি মিলানে নাম লেখান বোনুচ্চি। এ নিয়ে তখন কম সমালোচনা সইতে হয়নি ‘তুরিনের বুড়িদের’। মাত্র এক মৌসুম পর আবার ঘরের ছেলেকে ফিরিয়ে আনল জুভেন্টাস। এক ভিডিও টুইট বার্তায় ৩১ বছর বয়সী ডিফেন্ডার বলেন, ‘সে এখন এখানে, তুরিনে।’
ফরোয়ার্ড হলেও ক্যারিয়ারের শেষ দিকে এসে পুরোদস্তুর স্ট্রাইকার বনে গেছেন রোনালদো। রিয়াল মাদ্রিদ থেকে তুরিনে পাড়ি দেয়ার পর তাকে যে নাম্বার নাইনের ভূমিকাতেই দেখা যাবে হিগুয়াইনের প্রস্থানই তার বড় প্রমাণ। হিগুয়েইনের হয়ত ইচ্ছা ছিল, রিয়ালের সেই দিনগুলোর মত আবারো দু’জন একসঙ্গে প্রতিপক্ষের রক্ষণে ত্রাস ছড়াবেন। কিন্তু নিয়তি তাদের এক হতে দিলে তো!
ডাক্তারি পরীক্ষার জন্যে ইতোমধ্যে মিলানে পৌঁছেছেন ৩০ বছর বয়সী হিগুয়েইন। এসময় হোটেলের সামনে কয়েকশ ভক্ত তাকে স্বাগত জানায়। সংবাদ মাধ্যমকে আর্জেন্টাইন তারকা বলেন, ‘এতসংখ্যক ভক্তদের দেখতে পাওয়াটা অসাধারণ, কিন্তু আমি জুভেন্টাসের সেই সব ভক্তদেরও শুভেচ্ছা জানাতে চাই যারা তাদের আবেগ দিয়ে আমাকে আগলে রেখেছিল।’ ‘আগামীকাল (আজ) ডাক্তারি পরীক্ষা করব, এরপর চুক্তিতে সাক্ষর করব বলে আশা করছি।’
প্রথমিকভাবে ১৬ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে এক মৌসুমের জন্য ধার-চুক্তিতে হিগুয়েইনকে দলে নিচ্ছে সাতবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। চুক্তিতে মৌসুম শেষে তার সঙ্গে আরো ৩২ মিলিয়ন পাউন্ড যোগ করে পুরোপুরি কিনে নেয়ার সুযোগও রাখা হচ্ছে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে এসি মিলান। যার ক্যাপশনে লেখা, ‘হিগুয়েইন, শুরু করতে প্রস্তুত।’
২০১৬ সালে ইতালিয়ান রেকর্ড ৭৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে নাপোলি থেকে জুভেন্টাসে নাম খেলান হিগুয়েইন। এর আগের মৌসুমে নাপোলির হয়ে এক মৌসুমে সর্বোচ্চ (৩৬) গোলের রেকর্ড গড়েন। জুভেন্টাসের হয়ে দুই মৌসুমেই সেরি আ ও কোপা ইতালিয়া কাপ জিতেছেন তিনি। এসময় ১০৫ ম্যাচে করেছেন ৫৫ গোলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হিগুয়েইন-বোনুচ্চি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ