Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

ঈদে মুক্তি পাচ্ছে অধরা খানের মাতাল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

ঈদুল আজহায় শাহীন সুমন পরিচালিত মাতাল নামে সিনেমার মাধ্যমে অভিষেক হতে যাচ্ছে চলচ্চিত্রের সম্ভাবনাময়ী ও মেধাবী নায়িকা অধরা খানের। অধরা ইতোমধ্যে কয়েকটি সিনেমায় অভিনয় করলেও এই সিনেমাটিই তার প্রথম মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটি মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন শাহীন সুমন। সিনোটিতে অধরার নায়ক হয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক। শাহীন সুমন বলেন, ঈদুল আজহায় মাতাল মুক্তি দেবো। প্রেক্ষাগৃহ কম পেলেও মুক্তি থেকে পিছপা হবো না। সিনেমাটির প্রযোজকের সঙ্গে এই বিষয়ে চ‚ড়ান্ত আলোচনাও হয়েছে। সিনেমাটির গল্প ভালো, দেশিয় গল্পের ওপর নির্মিত। আশা করি, অতীতের মতো এই সিনেমাটি দর্শক গ্রহণ করবেন। শাহীন সুমন অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা লাভ ম্যারেজ। সিনেমাটি মুক্তি পায় ২০১৫ সালের সালের ঈদুল আজহায়। তিন বছর পর তার নির্মিত মাতাল সিনেমাটি এবারের ঈদে মুক্তি পাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ