প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
শিশু-কিশোর সংগঠন 'সংশপ্তক'র ২৮ বছরপূর্তি উপলক্ষে গত৩০ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে বিকাল ৩টায় শিশু-কিশোরদের সাধারণ ও লোকনৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে সারাদেশ থেকে প্রায় ১০০ প্রতিযোগী অংশগ্রহণ করে। তাদের মধ্যে থেকে ২০ জনকে পুরস্কার প্রদান করা হয়। সন্ধ্যা ৬.৩০টা মিনিটে আলোচনা, পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মোসলেম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আ. আ. ম. স. আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ও রাজউকের সদস্য (আইন ও প্রশাসন) রোকন উদ-দৌলা, রয়্যাল মাল্টি¯েপশালিস্ট হসপিটালের চেয়ারম্যান মো. ডা. আবিদ হোসেন এবং বিশিষ্ট নৃত্যশিল্পী তাবাসসুম আহমেদ। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ স¤পাদক সুজয় মন্ডল, সাংগঠনিক স¤পাদক মুমতাহিনাহ মুনমুন ও শিশুবক্তা পৃথুলা কিবরিয়া অমি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।