রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঢাকায় যাত্রীবাহী পরিবহন ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে গতকাল সকাল থেকে অনির্র্দিষ্টকালের জন্যে মাদারীপুরে দূরপাল্লার পরিবহন চলাচলা বন্ধ রেখেছে পরিবহন মালিক-শ্রমিকরা। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে অভ্যন্তরীণ রুটে পরিবহন চলাচল করছে। পরিবহন মালিক-শ্রমিকদের দাবি, ঢাকায় বিভিন্ন পরিবহন ভাঙচুর করছে শিক্ষার্থীরা। এতে শ্রমিক ও মালিকদের জান-মালের ব্যাপক ক্ষতি হচ্ছে। এই কারণে মাদারীপুর থেকে ছেড়ে যাওয়া সকল ধরনের দূরপাল্লার পরিবহন বন্ধ রাখা হয়েছে। এ ছাড়ও এই ঘটনায় নৌপরিবহন মন্ত্রী ও শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খানেরও পদত্যাগ দাবি করা হয়েছে।
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের পারিবারিক ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘সার্বিক পরিবহন’ বন্ধ রাখা হয়েছে। এসব সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত পরিবহন বন্ধ থাকারও হুমকি দেন মালিক-শ্রমিকরা। কোনো ঘোষণা ছাড়া দূরপাল্লার পরিবহন বন্ধ রাখায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। একাধিক যাত্রী জানান, কোনো পূর্ব ঘোষণা ছাড়া পরিবহন মালিক-শ্রমিকদের খামখেয়ালির রোষাণলে পড়ে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ব্যাপারে নৌপরিবহন মন্ত্রীর ‘সার্বিক পরিবহন’ এর ম্যানেজার মোসলে উদ্দীন জানান, ‘আমরা পরিবহন ভাঙচুরের হাত থেকে রেহাই পেতে পরিবহন বন্ধ রেখেছি। আন্দোলন যতদিন বন্ধ না হবে ততদিন আমাদের পরিবহনও বন্ধ থাকবে।’
এ প্রসঙ্গে মাদারীপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ফাইজুল শরীফ জানান, ‘আমরা নিয়মতান্ত্রিক উপায়ে দূরপাল্লার সকল পরিবহন বন্ধ রেখেছি। আমাদের ছাত্রদের ওপর কোনো ক্ষোভ নেই, তবে তারা যে পরিবহন ভাঙচুর করছে, তা সমর্থন করি না। তাদের দাবি দাওয়া থাকতে পারে, তবে পরিবহন ভাঙচুর, শ্রমিকদের মারধর করে নয়। যতক্ষণ এই সমস্যার সমাধান না হবে, ততদিন পরিবহন বন্ধ থাকবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।