রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পৌরসভার হাতিনার দিঘীর পাড় এলাকায় তালুকদার ভিউ পঞ্চম তলার ছাদের উপর কৃত্রিম পুকুর তৈরী করে মাছ ও সবজি চাষ করে আসছে ইউছুপ আলী দীর্ঘ কয়েক বছর ধরে। ইউছুপ আলী পৌর সভার হাতিনার দিঘীর পাড় ঈদগাহ সংলগ্নে উত্তর পূর্ব পাশে তালুকদার ভিউ নামের একটি পঞ্চম তলা ভবন নির্মাণ করেন। ঐ ভবন নির্মাণের কয়েক বছর পর তিনি উক্ত ভবনের পঞ্চম তলার উপর কৃত্রিম আকারে তৈরী করে ছোট-বড় তিনটি পুকুর। পুকুরগুলোতে তিনি বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছে রীতিমতো। পুকুরের চারপাশে করা হয়েছে সবজি বাগান। যেমন, ঢেডঁশ, ধুনধুল (পরুল), বেগুন সহ নানা প্রজাতির সবজি বাগানের পাশাপাশি রোপন করা হয়েছে বেশ কয়েকটি ফল ফলাদি গাছ। যেমন আপেল, আমলকি, আমড়া, মালটা,পেয়ারা সহ বিভিন্ন প্রজাতির ফল ফলাদি গাছ রোপন করে।তবে ইউছুপ আলী তার পঞ্চম তলা ভবনের ছাদের উপর যে তিনটি কৃত্রিম পুকুর তৈরী করে পুকুরগুলোর মধ্যে তেলাপিয়া, ব্রিকেট মাছ, রুই মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে যাচ্ছে।
ইউছুপ আলী জানান, সে প্রতি মৌসুমে তার ছাদের উপর রোপন করা সবজি ও ফল ফলাদি গাছের বিভিন্ন ফল খেয়ে থাকে এবং পুকুর হতে যে কোন সময় মাছ ও তুলে খেয়ে থাকে। তবে সব চেয়ে মজার ব্যাপার হল যে কোন সময় যে কোন মূহুর্তে তার ঘরে অথিতি বা মেহমান আসলে আপ্যায়ন নিয়ে কোন টেনশন করতে হয়না। তবে ছাদের উপর কৃত্রিম উপায়ে নির্মিত পুকুরে প্রতি মৌসুমে হালদা নদী হতে সংগ্রীহিত ডিমের পোনা ক্রয় করে তিনি তার পুকুরে ফেলে চাষ করে থাকে। এই পোনা গুলো ধীরে ধীরে মাছে রুপান্তর হয়ে বড় আকারে মাছ ধারন করে। এই মাছগুলো হালদার আসল পোনার মাছ হওয়াতে তার স্বাদই আলাদা।
পঞ্চম তলা ছাদের উপর কৃত্রিম পুকরে চাষ করা মাছ এবং পুকুরের আশে পাশে রোপনকৃত বিভিন্ন গাছের ফল এবং সবজি তরিতরকারি বাহিরে কোন রকম বেচাকেনা করেনা। তরতজা ফ্রেশ খাবার খেতে পারে তার এই বাগান থেকে। পঞ্চমতলা ভবনের উপর তিনটি পুকুরের মাছ চাষ ও রোপনকৃত ফল ফলাদি গাছ এবং সবজি বাগান করেই ইউছুপ আলী মহা খুশি। তিনি এই পদ্ধতিতে সবজি ও মাছ চাষের জন্য কোন ধরনের বাড়তি সার বা মাটির প্রয়োজন না পড়লেও মাছের আলাদা খাদ্য বাহির থেকে ক্রয় করে তিনি মাছের খাদ্য জোগান দিয়ে থাকে। মাঝে মধ্যে তিনি সবজি ক্ষেত মাছ চাষের এবং ফল ফলাদির গাছের জন্য ঘরে বসেই বিভিন্ন সার তৈরী করে থাকেন। তার এই চাষে বাড়তি তেমন কোন খরচ নেই। অন্যদিকে আমিষের জোগানও হয়ে থাকে। আবার খুব বেশী ঝামেলাও নেই। তার এই চাষের চিত্র গত কয়েকদিন পূর্বে হাটহাজারী উপজেলা মৎস কর্মকর্তা সরেজমিনে গিয়ে ইউছুপ আলীর মাছ চাষের পদ্ধতি গুলো পরিদর্শন করেন মৎস কর্মকর্তা মো. আজহারুল ইসলাম। পরিদর্শনকালে তিনি জানান, ইউছুপ আলীর মাছ চাষ করা সম্পর্কে আরো বিশেষ গুরুত্বপূর্ণ ধারনা তাকে জানিয়ে দেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।