Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

৪০ কোটি টাকার ৭৬টি বিলাসবহুল গাড়ি ধ্বংস

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

প্রায় ৪০ কোটি টাকার ৭৬টি বিলাসবহুল গাড়ি ধ্বংস করা হলো ফিলিপাইনে! দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে এই গাড়িগুলো ধ্বংস করার নির্দেশ দেন। দুষ্কৃতি ও দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিতেই তিনি এ ধরনের নির্দেশ দেন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। দুতার্তে ২০১৬ সালে দেশটির ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতি দমনে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছেন। ইতোমধ্যেই মাদক সম্রাট ও দুর্নীতিগ্রস্তের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নিয়েছেন তিনি। এ ব্যাপারে দুতার্তে জানিয়েছেন, গাড়িগুলো ধ্বংস করা আবশ্যক ছিল। যখন গাড়িগুলো ধ্বংস করা হচ্ছিল, তখন দুতার্তে উপস্থিত ছিলেন। জানা যায়, মার্সিডিজ, ল্যামবোরঘিনি, হার্লিসহ একাধিক কোম্পানির গাড়ি ও বাইক ধ্বংস করা হয়েছে। গাড়িগুলো বেআইনিভাবে বিদেশ থেকে ফিলিপাইনে নিয়ে আসা হয়েছিল। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাড়ি ধ্বংস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ