মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোনিয়া গান্ধীও ওই বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
ওই বৈঠকের বিষয়ে মমতা বলেন, আমরা সবাই রাজা! সবাই সবার জন্য। সংসদের ভেতরে যদি সমস্ত বিরোধী দল এক হয়ে লড়তে পারে, তাহলে বাইরেই বা পারবে না কেন? সবাই মিলে কীভাবে একসঙ্গে লড়াই করা যায় তা নিয়ে আমাদের কথা হয়েছে।
কংগ্রেস সূত্র জানায়, রাজনৈতিক আলোচনা দলীয় সভাপতির সঙ্গেই করতে হবে, সেই ইঙ্গিত দেয়া হয়েছিল মমতাকে। এ বিষয়ে জোর দিয়েছিলেন সোনিয়া গান্ধীও।
এদিকে তৃণমূল সূত্র জানায়, সোনিয়ার সঙ্গেই দেখা করেছেন মমতা।
সেখানে রাহুল উপস্থিত ছিলেন।
মমতা বলেছেন, আমি সোনিয়াজির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। রাহুলও ছিলেন। সোনিয়াজির সঙ্গে আমার সম্পর্ক খুবই পুরনো।
প্রসঙ্গত, তিনদিনের দিল্লি সফরে গিয়ে একের পর এক শীর্ষ নেতার সঙ্গে দেখা করছেন মমতা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।