বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বেপরোয়াভাবে গাড়ি চালানোর দৌরাত্ম্য বন্ধ করতে সরকার বদ্ধপরিকর। শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। তাদের আবেগ আছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের সরকারও বেপরোয়া গাড়ি চালানোর বিপক্ষে।
গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, দুর্ঘটনার নামে মানুষ হত্যা, আহত শিক্ষার্থীকে আবার পানিতে ফেলে দিয়ে হত্যা করা, ফুটপাতের উপরে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীর ওপর বাস তুলে দেয়া- এটা দুর্ঘটনা নয়, এটা হত্যাকান্ড। সুতরাং এগুলো বন্ধ করতে হবে।’
তিনি বলেন, সরকার এ বিষয় কাজ করছে, আগামী মন্ত্রীসভার বৈঠকে সড়ক পরিবহন আইনের অনুমোদন করা হবে। সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এর বক্তব্য তার নিজস্ব উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, এই বক্তব্যের সাথে আমরা ও আমাদের দল কোনভাবেই একমত নয়। তবে তাকে ধন্যবাদ তিনি তার বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন।
হাছান মাহমুদ বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মম ও পৈশাচিকভাবে সপরিবারের হত্যাকান্ড ছিলো গভীর ষড়যন্ত্রের অংশ। তাই যারা ওই নির্মম পৈশাচিক হত্যাকান্ডের কুশিলব ও নেপথ্য ষড়যন্ত্রকারী ছিল তাদের মুখোশ উম্মোচন করতে হবে। তাদের মধ্যে যারা বেচে আছে তাদের বিচারের আওতায় আনতে হবে।
অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী এ্যাড. কামরুল ইসলাম বলেন, ‘৭১ এর ঘাতকরা পরাজয়ের প্রতিশোধ নেয়ার জন্য বঙ্গবন্ধুকে হত্যা করে। বঙ্গবন্ধুর খুনিদের রায় কার্যকর হয়েছে এবং বিশ্বের বিভিন্ন স্থানে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে রায় কার্যকর করার জন্য সরকার চেস্টা চালিয়ে যাচ্ছে এবং আমরা তাতে সফলকাম হব।
খাদ্যমন্ত্রী বলেন, সামনে জাতীয় নির্বাচন। বিএনপি দেশে কখনই সুস্থ রাজনীতিতে বিশ্বাস করে না। তাদেরকে প্রতিহত করতে হবে। খুনিদের রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।