Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এশিয়াডে যাচ্ছেন না শ্যুটার কাইসুর

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম


জাকার্তা-পালেমবাং এশিয়ান গেমসে বাংলাদেশ শ্যুটিং দলে নিজের নাম অন্তর্ভূক্ত করলেও বাবার অসুস্থতার কারণে ইন্দোনেশিয়ায় যেতে পারছেন না লন্ডন প্রবাসী ট্র্যাপ শুটার কাইসুর মিয়া। যদিও ইনচন এশিয়ান গেমসে দেশের হয়ে খেলেছিলেন তিনি। কিন্তু এবার আশা থাকলেও খেলতে পারছেন না। তথ্যটি নিশ্চিত করেন বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ইন্তেখাবুল হামিদ অপু। তিনি বলেন, ‘ কাইসুরের বাবা দূরারোগ্য ব্যধি ক্যান্সারে আক্রান্ত। তাই সে খেলতে যেতে পারছে না বলেই আমাদেরকে জানিয়েছে। বিষয়টি মানবিক দিক থেকে বিবেচনা করেছি আমরা।’ এবারের এশিয়ান গেমস শ্যুটিং ইভেন্ট হবে ইন্দোনেশিয়ার পালেমবাং শহরে। ২১ সদস্যের বাংলাদেশ শ্যুটিং দলে রয়েছেন ১৬ শ্যুটার ও পাঁচজন কোচ। গেমসের ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত ইভেন্টে অর্নব শারার ও সৈয়দা আতকিয়া হাসান, ১০ মিটার এয়ার পিস্তল মিশ্র দলগতে নূর হাসান আলিফ, আরদিনা ফেরদৌস লড়বেন। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টে আবদুল্লাহেল বাকি ও রিসালাতুল ইসলাম, মহিলাদের এই ইভেন্টে উম্মে জাকিয়া সুলতানা ও শারমিন আক্তার রতœা খেলবেন। পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে রবিউল ইসলাম ও শোভন চৌধুরী, পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে শাকিল আহমেদ ও পিয়াস হোসেন অংশ নেবেন। মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে সুরাইয়া আক্তার ও শারমিন শিল্পা এবং মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে খেলবেন আরদিনা ফেরদৌস ও আরমিন আশা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাইসুর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ