নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ঢাকা আবাহনীর প্রতিষ্ঠাতা শহীদ শেখ কামালের জন্মদিন আগামী রোববার। এ উপলক্ষ্যে নানা কর্মসূচী হাতে নিয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। ওই দিন সকালে আবাহনী ক্লাব প্রাঙ্গণে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে শুরু হবে দিনের কর্মসূচি। বিকাল চারটায় স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্লাব প্রাঙ্গণে স্থাপিত শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন তিনি। এরপর আবাহনী প্রতিষ্ঠাতার বর্ণাঢ্য ও কর্মবহুল জীবনের ওপর আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও বক্তব্য রাখবেন আগত অতিথিরা। ১৯৪৯ সালের ৫ আগষ্ট তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন শেখ কামাল। ১৯৭৫ সালের ১৫ আগষ্টের কালোরাতে মাত্র ২৬ বছর বয়সে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বর্বরতার শিকার হয়ে শাহাদাত বরন করেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।