Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্দুক হামলায় আট হাজার মানুষ নিহত

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় এ পর্যন্ত আট হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এ পর্যন্ত ১৯৬টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের ‘গান ভায়োলেন্স আর্কাইভ’ নামে বেসরকারি প্রতিষ্ঠানে জরিপে এ তথ্য প্রকাশ করা হয়েছে। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্যমতে, ২০১৮ সালের ২৮ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে ৭৭টি বন্দুক সংশ্লিষ্ট ঘটনা ঘটেছে। সর্বশেষ যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা ঘটে কলোরাডোর ডেনভার শহরে। ওই হামলায় তিনজন নিহত ও সাতজন আহত হয়। ওই দিন স্থানীয় পুলিশের বিবৃতিতে বলা হয়, লম্বা শার্ট পরিহিত দুজন সশস্ত্র সন্ত্রাসী রাস্তার পাশে দাঁড়িয়ে গল্প করতে থাকা একদল মানুষের ওপর গুলি চালিয়ে হামলা করে ও পালিয়ে যায়। পুলিশ সুপার মাইকেল হ্যারিসন সাংবাদিকদের বলেন, আমরা বিশ্বাস করি সন্ত্রাসীরা মানুষের ভিড়ের মধ্যেই দাঁড়িয়ে ছিল এবং পরে হামলা করে তারা পালিয়ে যায়। এটা ব্যক্তিগত হামলা হতে পারে।’ রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামলায়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ