Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন না রুহানি

যুক্তরাষ্ট্রকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহবান

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

প্রেসিডেন্ট হাসান রুহানি কখনও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন না; জানিয়ে দিয়েছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভুল্যুশনারি গার্ড কর্প- আইআরজিসি। প্রসঙ্গত, রুহানির সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেন ট্রাম্প। মঙ্গলবার রাতে আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি ট্রাম্পের সঙ্গে তার দেশের প্রেসিডেন্টের বৈঠকের সম্ভাবনা নাকচ করে দেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ‘কোনও পূর্বশর্ত ছাড়াই’ যেকোনও সময়ে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে বৈঠকের প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আমি যে কারও সঙ্গে সাক্ষাত করতে পারি। আমি আলোচনায় বিশ্বাস করি।’ ট্রাম্প বলেন, ‘যদি তারা দেখা করতে চায়, আমরাও দেখা করবো।’ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় জেনারেল জাফারি বলেন, ইরানের জনগণ তাদের দায়িত্বশীলদেরকে কখনোই বড় শয়তান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার অনুমতি দেবে না। ট্রাম্পের উদ্দেশে তিনি বলেন, ইরান উত্তর কোরিয়া নয় যে যুক্তরাষ্ট্রের আহবানে ইতিবাচক সাড়া দেবে। তিনি দাবি করেন, আধিপত্যবাদ মেনে নিতে প্রস্তুত দেশগুলোর সঙ্গে ইসলামপ্রিয় ইরানি জনগণের ব্যাপক পার্থক্য রয়েছে। জেনারেল জাফারি বলেন, ইরানি জাতি কখনো হুমকি বরদাশত করে না এবং বিদেশিদের যেকোনো চাপের মুখে তাদের মধ্যে ঐক্য ও সংহতি বেড়ে যায়। মার্কিন কর্মকর্তাদের ধোঁকাবাজ আখ্যা দিয়ে আইআরজিসি’র প্রধান বলেন, ইরানের সরকার ও জনগণ তাদের মহান নেতার দিকনির্দেশনায় অভ্যন্তরীণ সক্ষমতা ও আল্লাহর দেয়া খনিজ সম্পদ ব্যবহার করে যুক্তরাষ্ট্রের নিপীড়নমূলক নিষেধাজ্ঞার ক্ষতি কাটিয়ে উঠতে পারবে। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র আইন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ