বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার কেরানীগঞ্জে তারানগর ইউনিয়নের মনোহরিয়া চিতাখোলা রোড এলাকায় মঙ্গলবার গভীর রাতে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে রাজধানী মোহাম্মদপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী মুনসুর আহমেদ মনির(৩৯) নিহত হয়েছে। তার বিরুদ্ধে রাজধানী মোহাম্মদপুর থানাসহ বিভিন্ন থানায় অস্ত্র, হত্যা ও ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে।
র্যাব-২এর সিনিয়র এএসপি মোঃ রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের মনোহরিয়া চিতাখোলা রোড এলাকায় ৮/১০জন সন্ত্রাসী সন্ত্রাসী কর্মকান্ড সংগঠিত করার জন্য একত্রিত হয়েছে।এই সংবাদ পেয়ে র্যাব-২ এর একদল সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদেরকে লক্ষ করে গুলি ছুড়তে থাকে। এসময় র্যাব সদস্যরাও আত্বরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এতে সন্ত্রাসীরা পালিয়ে যাবার সময় সন্ত্রাসী মনির গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে থাকে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তারগন তাকে মৃত ঘোষনা করেন। ঘটনাস্থল থেকে ১টি পিস্তল,১টি শুটারগান ও ৫রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে রাজধানী মোহাম্মদপুর থানাসহ বিভিন্ন থানায় অস্ত্র, হত্যা ও ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।