Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাত্রজীবন থেকেই গণতান্ত্রিক মানসিকতার চর্চা করতে হবে------শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

ছাত্রজীবন থেকেই শিক্ষার্থীদের গণতান্ত্রিক মানসিকতা, গনতন্ত্রের চর্চা এবং সৃজনশীল কাজে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, শিক্ষার মূল লক্ষ্য নতুন প্রজন্মকে আধুনিক ও উন্নত বাংলাদেশের নির্মাতা হিসেবে প্রস্তুত করা। তাদেরকে ভাল মানুষ করে গড়ে তোলা। স্টুডেন্টস কেবিনেট নির্বাচনের মাধ্যমে তাদের মধ্যে এসব বিষয়ে আস্থা ও আত্মবিশ্বাস গড়ে উঠবে। গতকাল (মঙ্গলবার) ঢাকায় বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)-এর সম্মেলন কক্ষে স্টুডেন্টস কেবিনেট বিষয়ক জাতীয় কর্মশালায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ ও চিন্তা-চেতনা বিকাশে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০১৫ সাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং পারস্পরিক আদান-প্রদানের মাধ্যমে শিক্ষার্থীরা সহনশীল হতে শেখায়। তিনি বলেন, ২০১৮ সালে ২২ হাজার ৬৪৪টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি বিদ্যালয়ে ৮ জন নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে এ কেবিনেট গঠিত হয়।
ব্যানবেইসের মহাপরিচালক মো. ফসিউল্লাহ্র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রওনক মাহমুদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর মো. মাহাবুবুর রহমান এবং নির্বাচিত স্টুডেন্টস কেবিনেট সদস্যদের প্রতিনিধি পুনম প্রিয়ম নায়না।
কর্মশালায় ’মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসায় স্টুডেন্টস কেবিনেট’ শীর্ষক পাওয়ার পয়েন্ট উপস্থাপনা পেশ করেন ব্যানবেইসের ডিএলপি বিভাগের প্রধান ড. এ কিউ এম শফিউল আজম। কর্মশালায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন বিষয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রনয়ণ, স্টুডেন্টস কেবিনেট ম্যানুয়াল চুড়ান্তকরণ এবং স্টুডেন্টস কেবিনেটের জন্য শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।########



 

Show all comments
  • Mohammed Kowaj Ali khan ১ আগস্ট, ২০১৮, ৫:৪৬ এএম says : 0
    এক কথায় মনে রাখিবেন যাহার মাঝে ইসলামিক জ্ঞান নাই সে একজন শিক্ষিত মূর্খ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষামন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ