Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

খুলনায় হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৮, ১২:০৬ এএম

খুলনার রূপসা উপজেলা নৈহাটী গ্রামের দিনমজুর ফজলু (২৭) হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- উপজেলার নৈহাটী পূর্বপাড়ার ইসহাক শেখ (৬০), ইছাহাক শেখের স্ত্রী চেলী বেগম ওরফে সেলিনা বেগম (৫০), তার ছেলে আনিস শেখ (৩০) ও ইউনুস শেখ (৩৫)। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
গতকাল মঙ্গলবার খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ রায় ঘোষণা করেন। জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধে জেরে ২০০৩ সালের ২৩ মার্চ সন্ধ্যায় নৈহাটী পূর্বপাড়ায় রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দিনমজুর ফজলুকে হত্যা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ