মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই বাণিজ্যযুদ্ধ শুরু করেছেন। এখন তার আঁচ সরাসরি তারই গায়ে লাগছে। প্রেসিডেন্ট ট্রাম্প কোমল পানীয় কোকাকোলা পান করতে খুব পছন্দ করেন। কিন্তু আমদানিকৃত অ্যালুমিনিয়ামের ওপর ট্রাম্প প্রশাসন নতুন শুল্কারোপের পর খরচ বেড়ে গেছে এমনটা জানিয়ে দাম বৃদ্ধি করেছে কোকাকোলা। কোমল পানীয় জায়ান্ট স্বীকার করেছে যে দাম বাড়লে তার ব্যবসা কিছুটা হলেও ‘ব্যাহত’ হবে কিন্তু উৎপাদন খরচ বেড়ে যাওয়া এড়ানো অসম্ভব। কোকাকোলা কোম্পানির সিইও জেমস কুইন্সি, আমদানিকৃত অ্যালুমিনিয়ামের ওপর ১০ শতাংশ নতুন শুল্কারোপকেই এই দাম বৃদ্ধির জন্য দায়ী করেছেন। সিএনবিসিকে দেয়া সাক্ষাৎকারে কুইন্সি বলেন, দাম বাড়ার পেছনে অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে অ্যালুমিনিয়ামের ওপর শুল্কারোপও একটি। তাই বছরের মাঝামাঝি দাম বাড়ানোর ঘোষণা দিতে হচ্ছে, যা খুবই অস্বাভাবিক। প্রেসিডেন্ট ট্রাম্প তার ‘আমেরিকা ফার্স্ট’নীতি বাস্তবায়নে যে পদক্ষেপ নিচ্ছেন এর অংশ হিসেবেই এই শুল্কারোপ করা হয়েছে। ডেইলি মেইল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।