Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদকমুক্ত বাংলাদেশ গড়তে জনগণকে সাথে নিতে হবে -আইজিপি

মুন্সী কামাল আতাতুর্ক মিসেল চান্দিনা থেকে | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৮, ৭:৫২ পিএম

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, মাদক নির্মূলে পুলিশ ও আইন-শৃংখলা বাহিনী কাজ করে যাচ্ছে। এর সাথে জনগণকেও সম্পৃক্ত করতে হবে। আমরা এমন বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, সন্ত্রাস থাকবে না। তবে বর্তমানে আমাদের জন্য মাদক নির্মূলের বিষয়টি অনেক বড় চ্যালেঞ্জ। গতকাল মঙ্গলবার সকালে কুমিল্লা পুলিশ লাইনে স্বাধীনতা সংগ্রামে শহীদ বীর পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত চেতনায় একাত্তর-এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ৩০ লাখ শহীদের জীবনের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। একাত্তরের চেতনায় উজ্জীবিত হয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আইজিপি আরও বলেন, পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানে যেসব বাঙালি অফিসার ছিলেন তাদের কোনো অবস্থান ছিল না। বাংলাদেশ না হলে আমরা আজকের অবস্থানে আসতে পারতাম না। আমরা সেই বাংলাদেশ গড়ে তুলতে চাই যার স্বপ্ন বঙ্গবন্ধু দেখিয়েছেন এবং বর্তমান প্রধানমন্ত্রী দেখাচ্ছেন। পরে আইজিপি পুলিশ লাইনে জেলা পুলিশের নবনির্মিত অস্ত্রাগার, সদর দক্ষিণ উপজেলার ভূশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্র, মেঘনা থানা কম্পাউন্ডের একটি ভবনের ফলক উম্মোচন করেন। দুপুরে তিনি নগরীর টাউন হলের বীরচন্দ্র নগর মিলনায়তনে দ্বিতীয় আন্তঃজেলা মাদক, ইভটিজিং ও জঙ্গিবাদ বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, জেলা প্রশাসক মোঃ আবুল ফজর মীর, কুমিল্লা পুলিশ সুপার শাহ মোঃ আবিদ হোসেনসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে বিকেলে জেলার লালমাই উপজেলায় শহীদ কোর্ট পুলিশ পরিদর্শক প্রফুল্ল কুমার দে ফায়ারিং রেঞ্জ কুমিল্লার উদ্বোধন এবং সন্ধ্যায় পুলিশ লাইন্সের শহীদ আরআই এবিএম আবদুল হালিম মিলনায়তনে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অধীন বিভিন্ন জেলার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইজিপির মতবিনিময় করার কথা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইজিপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ