বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম জেলায় পৃথক অভিযানে ১লাখ ৮হাজার ৩৩০পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার হয়েছেন গ্রিন লাইন পরিবহনের বাসচালক, সহকারি ও শ্যামলী পরিবহনের যাত্রীসহ ১১জন। রোববার গভীর রাত পর্যন্ত মাদকবিরোধী এ তিনটি অভিযান পরিচালনা করে তিন থানা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মুহাম্মদ রেজাউল মাসুদ জানান, অভিযানে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশ ৬ হাজার ইয়াবাসহ তিনজন, লোহাগাড়া থানা পুলিশ ৮২ হাজার ইয়াবাসহ একজন এবং পটিয়া থানা পুলিশ ৮ হাজার ৪০০ ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের জোরারগঞ্জে ঢাকামুখী একটি প্রাইভেট কারে তল্লাশি করে ৬ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- কারচালক সেলিম এবং যাত্রী আরিফ হোসেন ও জসিম। তিনজনই ইয়াবা আসক্ত বলে জানায় পুলিশ। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি খানদিঘী এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি করে ৮২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় গাড়িচালক আব্দুল কাদের মাতব্বরকে গ্রেফতার করা হয়। তার বাড়ি ফরিদপুর জেলায়।
অন্যদিকে একই মহাসড়কের পটিয়ান খরনা রাস্তার মাথায় গ্রিন লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ৮ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় গাড়িচালক জাকির হোসেন ও চালকের সহকারি আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়।
এদিকে, র্যাবের অভিযানে ১১ হাজার ৯৩০ পিস ইয়াবা উদ্ধার হয়েছে। গ্রেফতার হয়েছে বাসযাত্রীসহ ৫ জন। গতকাল ভোরে কর্ণফুলি থানাধীন চরফরিদস্থ ফসিল সিএনজি ষ্টেশনের সামনে কক্সবাজার থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো-ব -১২-০২৪১) অভিযান চালিয়ে যাত্রী মোঃ কাজল (৪৩) ও আব্দুল হাফেজকে (২৯) আটক করা হয়। এ সময় তাদের ব্যাগ ও দেহ তল্লাশী করে ৯ হাজার ৪৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য ৪৭ লাখ ১০ হাজার টাকা। রোববার রাতে নগরীর মুসলিম হলের সামনে অপর এক অভিযানে ২ হাজার ৫শ’ ইয়াবাসহ মোঃ শাহ আলম ওরফে হাত কাটা শাহ আলম (৫৬), মোঃ আরমান (৩২) ও মোঃ আব্দুছ ছালামকে (৫০) গ্রেফতার করে র্যাব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।