Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতীয় বীমা সংস্থাগুলোয় দাবিহীন ১৫,১৬৭ কোটি টাকা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

ভারতের ২৩টি জীবন বিমা সংস্থায় গ্রাহকদের ১৫,১৬৭ কোটি টাকা দাবিহীন অবস্থায় পড়ে আছে। দেশটির বিমা সংস্থাগুলোর বিরুদ্ধে গ্রাহকদের ক্লেমের টাকা ঠিকমতো ফিরিয়ে না দেয়ার নানা অভিযোগ রয়েছে। তারপরও ২৩টি জীবন বিমা সংস্থার ঘরে দাবিহীন অবস্থায় রয়েছে গ্রাহকদের ১৫,১৬৭ কোটি টাকা। এ তথ্য দিয়েছে ভারতের বিমা নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএ। দাবিহীন পলিসিগুলির গ্রাহক বা উপভোক্তাদের চিহ্নিত করে তাদের ক্লেমের টাকা অবিলম্বে মিটিয়ে দেয়ার জন্য বিমা সংস্থাগুলিকে নির্দেশ দেয়া হয়েছে। এজন্য তাদেরকে নিজস্ব ওয়েবসাইটে বিশেষ সার্চ অপশান যুক্ত করতে বলা হয়েছে। বিমা গ্রাহকদের স্বার্থ দেখার জন্য একটি বোর্ড লেভেল কমিটি থাকে। গ্রাহকরা ঠিকমতো তাদের বিমার অর্থ পাচ্ছেন কি-না, সে বিষয়ে এই কমিটি নজরদারী চালায়। - টিওআই



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বীমা সংস্থা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ