Inqilab Logo

শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বরিশালে আওয়ামী লীগ ছাড়া সব মেয়র প্রার্থীর ভোট বর্জন

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৮, ২:১৫ পিএম
এবার সিপিবিও বিসিসি নির্বাচনকে সম্পূর্ন অগ্রহযোগ্য দাবি করে ভোট বর্জন করল। বেলা ১টায় তারা বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জনের ডাক দিয়ে পুনঃ নির্বাচনের দাবি জানান। এর ফলে ৬ মেয়র প্রার্থীর মধ্যে ৫ জনই ভোট বর্জন করল। এর আগে বিএনপির এ্যাড. মজিবর রহমান সরোয়ার, বাসদের মনিষা চক্রবর্তী, ইসলামী আন্দোলনের প্রার্থী ওবায়েদুর রহমান ও জাতীয় পার্টি এরশাদ-এর বহিস্কৃত ইকবাল হোসেন তাপস নির্বাচন বর্জন করে। সিপিবির প্রার্থী এ্যাড. আবুল কালাম আজাদ সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বর্জনের কথা ঘোষণা করেন। এরপর তারপক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যক্ষ আ.ক.ম মিজানুর রহমান।
তাদের দাবি, ভোটগ্রহন শুরুর অধা ঘন্টার মধ্যেই চরম নৈরাজ্য ও কারচুপি শুরু হয়। সিপিবির বর্জনের ফলে নির্বাচনী মাঠে এখন একা রইল আওয়ামী লীগ। 


 

Show all comments
  • ৩০ জুলাই, ২০১৮, ২:২৪ পিএম says : 0
    Ghorer race a gadhar dour
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ