Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৃষ্টি আছে বৃষ্টি নেই

মধ্য-শ্রাবণে খেয়ালি আবহাওয়া

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

কখনও ঝলমলে রোদ কখনও মেঘ কখনওবা বৃষ্টি। হঠাৎ বৃষ্টি শুরু হতেই থেমে গিয়ে ফের মেঘলা আকাশ আর রোদের লুকোচুরি। ভরা মেঘ-বাদলের শ্রাবণ মাসের ঠিক মধ্যভাগে এসেও আবহাওয়ার খেয়ালি আচরণ। ঘোর বর্ষা ঋতুর এই সময়কে ভুলে মনে হতেই পারে এ যেন শরৎকাল। পূর্বাভাসের সঙ্গেও অনেক সময় মিলছে না আবহাওয়ার হালচাল।
গতকাল (রোববার) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ছিঁটেফোঁটা বৃষ্টিপাতও হয়নি দেশের অনেক জেলায়। ঢাকায় হয়েছে গুঁড়িবৃষ্টি। আবার কোথাও কোথাও হয় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। বিক্ষিপ্ত দুয়েক জায়গায় হয়েছে ভারী বর্ষণ। এ সময় সর্বোচ্চ বৃষ্টিপাত হয় ঈশ্বরদীতে ১১২ মিলিমিটার।
গত সপ্তাহে দেশের অধিকাংশ জেলায় মাঝারি বর্ষণের পর এই সপ্তাহে এসে স্বাভাবিক বৃষ্টিপাত কমে যাবার কারণে দিন ও রাতের তাপমাত্রা আবারো বেড়ে গেছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চাঁদপুরে ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩২ এবং ২৬.৪ ডিগ্রি সে.। আজ (সোমবার) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক স্থানে হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ।
সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সপ্তাহে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। আবহাওয়া বিভাগ জানায়, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।
এদিকে পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্রে জানা গেছে, গঙ্গা ও পদ্মা নদীর পানির সমতল বৃদ্ধি পাচ্ছে এবং তা আগামী ৭২ ঘণ্টায়ও অব্যাহত থাকতে পারে। নদ-নদীগুলোর উজানে ভারতের উত্তর-পূর্বাঞ্চল ও হিমালয় পাদদেশীয় এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৃষ্টি

৫ অক্টোবর, ২০২২
১৪ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ