পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে দলটির সমাবেশ শুরু হয়েছে। দুপুর আড়াইটা থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে বক্তব্য রাখছেন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাবন্দি হওয়ার পর রাজধানীতে আজই প্রথম সমাবেশের অনুমতি পেয়েছে দলটি। এজন্য পূর্ব ঘোষণ অনুযায়ী বেলা ৩টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ২টার পর থেকেই বিএনপির নেতাকর্মীরা নয়াপল্টনে সমাবেশ স্থলে এসে উপস্থিত হতে থাকেন। ৩টার অনেক আগেই ফকিরাপুল-নাইটিঙ্গেল মোড় নেতাকর্মীদের উপস্থিতিতে লোকে লোকারন্য হয়ে ওঠে। ৩টার পরও খালেদা জিয়ার মুক্তির দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন নিয়ে ঢাকা মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের বিভিন্ন্ থানার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশের দিকে এগিয়ে যাচ্ছেন। সমাবেশের সভাপতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এখনো মঞ্চে না উঠলেও নেতাকর্মীদের উপস্থিতিতে মঞ্চের আশপাশ ও একপাশের সড়ক কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।