Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বতন্ত্র বিজয়ী প্রার্থী ও ছোট দলগুলোর সঙ্গে আলোচনায় ইমরানের দল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৮, ১১:১৯ এএম

জোট সরকার গঠনে ছোট দল ও বিজয়ী স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে আলোচনা শুরু করেছে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টি। চূড়ান্ত ফলে পিটিআই সবচেয়ে বেশি ১১৫ আসন পেয়েছে।

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ ৬৪ আসন পেয়ে দ্বিতীয় এবং পাকিস্তান পিপলস পার্টি ৪৩ আসনে জয়লাভ করে তৃতীয় স্থানে রয়েছে।

ইমরানের দল এক কোটি ৬১ লাখ ভোট পেয়েছে, যা তাদের প্রত্যাশার চেয়েও ভালো ফল। নওয়াজের দল পেয়েছে এক কোটি ২১ লাখ ভোট।

তবে পাকিস্তানের ২৭২ সদস্যের নিম্নকক্ষে একক সরকার গঠন করতে হলে অন্তত ১৩৭টি আসন পেতে হবে।

তাই সরকার গঠন করতে হলে ইমরানের দলকে জোট বাঁধতে হবে। বড় দুদলকে দুর্নীতিবাজ বলে তাদের সঙ্গে জোট বাঁধবেন না বলে আগেই ঘোষণা দিয়েছিলেন ইমরান।

পিটিআইয়ের এক জ্যেষ্ঠ মুখপাত্র ফয়সাল জাভেদ বলেন, আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে…। এমকিউএমের সঙ্গে আলোচনা ভালোমতোই এগোচ্ছে।

মুত্তাহিদা কাউমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি) ৬ আসনে জয়লাভ করেছে।

নতুন গঠিত দুই পার্টি সিন্ধুপ্রদেশের গ্রান্ড ডেমোক্রেটিক অ্যালিয়ান্স (জিডিএ) ২টি এবং বেলুচিস্তান আওয়ামী পার্টি (বিএপি) চারটি আসনে জিতেছে। এই দুদলের সঙ্গেও পিটিআই আলোচনা করতে যাচ্ছে বলে জানা গেছে।

সরকার গঠন করতে কী কী প্রতিকূলতার মুখোমুখি হতে পারে তা নিয়ে ভাবছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ