নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ক্লাব ফুটবলে গত মৌসুমের অন্যতম সফল নাম মোহাম্মাদ সালাহ। রোমা থেকে লিভারপুলে এসে প্রথম মৌসুমেই ক্লাবটির হয়ে দ্রæততম গোলের রেকর্ড তো গড়েনই, প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডও গড়েন মিশরিয় ফরোয়ার্ড। বিশ্বকাপেও তাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল মিশরের। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে সার্জিও রামোসের দেয়া সেই আঘাতে চূর হয় ফারাওদের স্বপ্ন। রাশিয়ায় দুই ম্যাচ খেললেও বোঝাই যচ্ছিল কাঁধের চোট পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি সালাহ। দলও বিদায় নেয় গ্রæপ পর্ব থেকেই। এরপর থেকে ছিলেন পুরোপুরি বিশ্রামে।
দীর্ঘ বিরতির পর শুরু হতে যাচ্ছে ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুম। এই ফাঁকে সালাহও হয়ে উঠেছেন পুরোপুরি সুস্থ্য। খবরটা দিয়েছেন তিনি নিজেই। এখন তার ভাবনা কেবলই নতুন মৌসুম নিয়ে। দলের অনুশীলনে ফিরেছেন গত সপ্তাহেই। ইতোমধ্যে আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে বদলি নেমে ৫২ সেকেন্ডের মাথায় দুর্দান্ত একটি গোলও করেছেন। সুস্থ্য হয়ে দলে ফিরতে পেরে খুশি ২৬ বছর বয়সী ফরোয়ার্ড, ‘ফিরতে পেরে আমি খুশি। ভালো অনুভব করছি এবং আমার কাঁধও অনেকটা সুস্থ্য। দলে ফিরতে পেরে আমি খুবই খুশি।’
আনফিল্ডের দলের হয়ে গত মৌসুমে ৪৪টি গোল করেন সালাহ। শিরোপা উপহার দিতে না পারলেও প্রায় এক যুগ পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠে তার দল। ব্যক্তিগতভাবে প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ (৩৮) গোলের রেকর্ড গড়ে বনে যান বর্ষসেরা খেলোয়াড়। সেই সব স্মৃতিচারণায় লিভারপুল টিভিকে সালাহ বলেন, ‘গত বছরটা আমার জন্যে ছিল অসাধারণÑ শুধুমাত্র আমার জন্যে নয়, সবার জন্যে। যখন সবাই আমার ব্যাপারে কথা বলে তখন এক ধরনের চাপও তৈরি হয়েছিল। কারণ এটা ছিল রেকর্ড গড়া মৌসুম।’
তবে দলের আরো উন্নতি করতে হবে জানিয়ে সালাহ বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগে আমাদের আরো অনেক উন্নতি করতে হবে। প্রিমিয়ার লিগেও আরো ভালো অবস্থানে থেকে মৌসুম শেষ করতে হবে।’ উন্নতির এই ধারা ধরে রাখার আশ্বাস দিয়ে ভক্তদের উদ্দেশ্যে বলেন, ‘এটা নিয়ে অবশ্য আমি উদ্বিগ্ন নই। যা করে এসেছি সেটা ধরে রাখতে চাই। আমি যা করে চলেছি তাতে আমি খুশি। এটাই আমি ধরে রাখতে চাই।’
প্রাক মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে আজ যুক্তরাষ্ট্রের মিসিগানে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে সালাহ’র লিভারপুল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।