Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তারপরও চালু হয়নি ইউলুপ অসহনীয় যানজটের ভোগান্তি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

রাজধানী বাড্ডার ইউলুপ উদ্বোধনের পরও গতকাল তা যান চলাচলের জন্য খুলে দেয়া হয়নি। এ কারনে বিকালে উদ্বোধনী অনুষ্ঠানের পর বাড্ডাসহ আশপাশের এলাকার রাস্তায় ছিল ভয়াবহ যানজট। অনেকে ইউলুপ খুলে দেয়ার কথা শুনে বাড্ডা হয়ে গুলশান বা কুড়িলের দিকে যাওয়ার পথে ভয়াবহ যানজটে আটকা পড়েন। শুধু তাই নয়, রামপুরা থেকে বাড্ডা হয়ে গুলশান পর্যন্ত রাস্তায় যতোগুলো ইন্টারসেকশন আছে সেগুলোও বন্ধ করা হয়নি। এতে করে মাঝপথে গাড়িগুলো ইউটার্ন নিতে গিয়ে একপাশের রাস্তা বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়েছে। এজন্য হাজার হাজার যাত্রীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে। ভুক্তভোগিদের মতে, রাস্তার ইন্টারসেকশনগুলো বন্ধ না করা হলে যানজট নিরসনে ইউলুপের কোন সুফল মিলবে না।
ট্রাফিক পুলিশের একজন কর্মকর্তা জানান, দুপুর থেকে রামপুরা থেকে নতুনবাজার পর্যন্ত রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। এক পর্যায়ে রাস্তাটি বন্ধ হয়ে যায়। বিকালে প্রধানমন্ত্রী ইউলুপ উদ্বোধনের পর রাস্তাটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। তাতেই গাড়ির চাপে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। তবে ইউলুপ কেনো খুলে দেয়া হয়নি- তা জানাতে পারেননি ওই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, এটা রাজউকের ব্যাপার। কি কারণে খোলা হয়নি তা তারাই ভালো জানেন। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ইউলুপের নিচে যে মঞ্চ তৈরী করা হয়েছিল তা সরাতে দেরি হওয়ায় ইউলুপ যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়নি। রাতে সেই মঞ্চ সরানোর কাজ শুরু হয়।
বাড্ডা ইউলুপ উদ্বোধন উপলক্ষে গতকাল শনিবার দুপুরের পর থেকে রামপুরা থেকে নতুনবাজার পর্যন্ত রাস্তাটি কার্যত বন্ধ করে দেয়া হয়। এ কারনে স্বাভাবিকভাবে যানবাহনের চাপ বাড়ে রামপুরা হয়ে হাতিরঝিলে। অন্যদিকে, তেজগাঁও সাতরাস্তা থেকে মহাখালী পর্যন্তও যানবাহনের ভিড়ে যানজটের সৃষ্টি হয়। বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউলুপ উদ্বোধনের পরও রামপুরা থেকে নতুনবাজার পর্যন্ত রাস্তাটি খুলে দেয়া হয়। ট্রাফিক কন্ট্রোল সূত্রে জানা যায়, কয়েক ঘণ্টা পর রাস্তাটি খুলে দেয়ায় গাড়ির চাপ বাড়তে থাকে। এতে করে রামপুরা থেকে বাড্ডা হয়ে নতুনবাজার পর্যন্ত ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। ভুক্তভোগিরা জানান, ইউলুপ খুলেছে এমন খবর জেনে উৎসুক মানুষ বাড্ডার রাস্তা ব্যবহারে আগ্রহী হয়ে ওঠে। এ কারণে যানজট আরও বেশি হয়েছে। ###



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ