Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিবিএস চেয়ারম্যানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল সিবিএসের শীর্ষ নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যান লেস মুনভিসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন অভিনেত্রী ইলিয়ানা ডগলাসসহ কমপক্ষে ৬ জন নারী। তাদের অভিযোগ তিনি তাদেরকে ‘ভয়াবহভাবে’ চুমু দিয়েছেন। ইলিয়ানা বলেছেন, তার শারীরিক এ নিপীড়ন ছিল ভয়ঙ্কর। তিনি এতটাই চুমু দিয়ে লেগে থাকতেন যে তাকে আমি সরাতে পারতাম না। ওই ৬ জন নারীই বলেছেন, তারা তখন কথা বলতে পারেননি। কারণ তারা মনে করেছিলেন তাদের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হবে। দ্য নিউ ইয়র্কার ম্যাগাজিন এ খবর প্রকাশ করার পর সিবিএস কর্তৃপক্ষ অভিযোগের তদন্ত করার কথা বলেছে। লেস মুনভিসের পক্ষে একটি বিবৃতি দিয়েছে সিবিএস। তাতে বলা হয়েছে, ইলিয়ানা ডগলাসকে চুমু দেয়ার চেষ্টার বিষয়টি স্বীকার করেছেন মুনভিস। তবে তাকে যৌন হয়রানি বা ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ অস্বীকার করেছেন। সিবিএস বলেছে, তারা অভিযোগের তদন্ত করছে এবং এ বিষয়ে যথাযথ একশন নেবে। ওদিকে লেস মুনভিস (৬৮) নিউ ইয়র্কার ম্যাগাজিনকে বলেছেন, অতীতে তিনি হয়তো কোনো কোনো নারীকে অস্বস্তিকর অবস্থায় ফেলে দিয়েছিলেন। এটা ছিল ভুল। এ জন্য তাদের কাছে তিনি ভীষণ দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আমি সব সময় জানতাম এবং শ্রদ্ধা করতাম যে ‘না’ মানে ‘না’। অর্থাৎ কোনো নারী না বললে তার দিকে তিনি অগ্রসর হতেন না। তিনি আরো বলেছেন, কারো ক্যারিয়ার ক্ষত করা বা তাকে হয়রান করতে কখনোই আমি আমার পদের অপব্যবহার করিনি। সিবিএস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যৌন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ