Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পীরগঞ্জে সংঘর্ষ নিহত ১ : আহত ৩

পীরগঞ্জ (রংপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

রংপুরের পীরগঞ্জ উপজেলায় গতকাল শনিবার সকাল ৮ টায় তাহিরপুর মজিলা গ্রামে জমির বিরোধ নিয়ে সংঘর্ষে মরহুম ফজল মন্ডলের পুত্র রাজা মন্ডল (৬০) নামের ১ ব্যক্তি নিহত ও ৩ জন আহত হয়েছে। আহত ৩ জনকেই রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আব্দুল আজিজ মন্ডলের পুত্র রফিকুল ইসলাম(৩০)এর অবস্থা আশংকাজনক। গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শী জানান,নিহত রাজা মন্ডল ও তার ভ্রাতুস্পুত্র মৃত মজিবর রহমান মন্ডলের পুত্র হারুন (৩২) এর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি এলাকাবাসীর শালিস বৈঠকে রাজা মন্ডল ১০ শতক জমি হারুনকে ছেড়ে দেয়ায় বিরোধের অবসান ঘটে। গতকাল শনিবার রাজা মন্ডল ছেড়ে দেয়া জমি চাষ করতে গেলে হারুন বাঁধা দেয়। ফলে সংঘর্ষ বাঁধে। এতে হারুন তার হাতে থাকা কোদাল দিয়ে রাজা মন্ডলের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আহত বাবাকে বাঁচাতে তার পুত্র সামছুল এগিয়ে এলে তাকেও কোদাল দিয়ে কোপায় হারুন। এতে সামছুলের পা ভেঙ্গে যায়। এ দৃশ্য দেখে প্রতিবেশী আব্দুল আজিজ মন্ডলের পুত্র রফিকুল এগিয়ে আসে। তাকেও অভিন্ন প্রক্রীয়ায় কোদাল দিয়ে কুপিয়ে মাটিতে ফেলে দেয় হারুন। বর্তমানে রফিকুলের অবস্থ্ াআশংকাজনক। উভয় পক্ষের সংঘর্ষে হারুনও আহত হয়েছে। তাকে রংপুর মেডিকেল ভর্তি করা হয়েছে। খবর লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রক্রীয়া চলছিল। কেউ গ্রেফতার হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ