Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে অর্ধকোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ২

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৮, ৬:১৯ পিএম

সিলেটের মোগলাবাজার থেকে ১০ হাজার পিসের বেশি ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯ স্পেশাল কোম্পানির সদস্যরা।আটককৃতরা হচ্ছে, জকিগঞ্জের পশ্চিম বেউর গ্রামের রিয়াজ উদ্দিনের পুত্র মো. আব্দুস সামাদ (২৬) ও লোহারমহল গ্রামের সেলিম আহমদের পুত্র জাহেদ আহমদ (২১)।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মোগলাবাজার থানার শ্রীরামপুর যাত্রী ছাউনির সামনে একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।এ সময় অটোরিকশার টোলবক্সের ভেতর থেকে ১০ হাজার ২৫ পিস ইয়াবাও উদ্ধার করায়। উদ্ধারকৃত ইয়াবাগুলোর বাজারমূল্য ৫০ লাখ ১২ হাজার ৫শ’ টাকা।
এর আগে গাড়িটি থেকে কৌশলে আরও ২ মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। তারা হলেন জকিগঞ্জের পশ্চিম বেউর গ্রামের মৃত ছানুয়ার আলী ছানই মিয়ার পুত্র বদরুল হক (বদু) ও মোগলাবাজার থানার গোটাটিকর এলাকার মছদর আলীর পুত্র পারবান হোসেন (৩২)।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অটোরিকশাসহ আটককৃত মাদক ব্যবসায়ীদের মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া), অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবা উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ