মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানে পার্লামেন্ট নির্বাচনের দু’দিন পর শুক্রবার পর্যন্ত পূর্ণাঙ্গ ফলাফল জানা যায়নি। তবে গতকাল বিকাল পর্যন্ত প্রকাশিত ফলাফলে বিশ্ববিখ্যাত সাবেক ক্রিকেট তারকা ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ১১৫ টি আসন পেয়ে শীর্ষস্থানে রয়েছে। কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় পিটিআইকে জোট সরকার গঠন করতে হবে। পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী ইমরান খান ইতিমধ্যে জোট গঠনের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে বলা হয়েছে। এক সময়ের সফল ক্রিকেট অধিনায়ক হিসেবে দুনিয়াজোড়া খ্যাতি লাভের পর তিনি এখন পাকিস্তানের ভাবি ‘অধিনায়ক’। এদিকে পাকিস্তানের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলার পর যুক্তরাষ্ট্র ইমরান খানের নেতৃত্বাধীন সরকারের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে।
পাকিস্তানে বুধবার অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল নিয়ে বিভিন্ন মাধ্যমে প্রকাশিত ফলাফলে বিভিন্নতা দেখা গেছে। পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক ডন শুক্রবার জানায়, পার্লামেন্টের ২৭২টি আসনের মধ্যে ২৭০টি আসনে অনুষ্ঠিত নির্বাচনের সর্বশেষ প্রাপ্ত ২৬৮টি আসনের ফলাফলে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ১১৪, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএন-এল) ৬৩ , পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৪৩ টি আসন পেয়েছে। এছাড়া মুত্তাহিদা মজলিসে আমল (এমএমএ) ১১,গ্র্যান্ড ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (জিডিএ) ২ ও মুত্তাহিদা কওমি মুভমেন্ট -পি (এমকিউএম-পি)এম ৬টি আসন পেয়েছে।
খবরে বলা হয়, পাকিস্তানের সাধারণ নির্বাচনের চ‚ড়ান্ত ফলাফল এখনও ঘোষণা না করা হলেও ইমরান খানের দল পিটিআই যে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না তা এরইমধ্যে নিশ্চিত হয়ে গেছে। পাকিস্তানের সাধারণ নির্বাচনে কোনও দলকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হলে ১৩৭টি আসনে জয়ী হতে হয়। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ইমরান খানকে এখন ছোট দল কিংবা স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে জোট করে সরকার গঠন করতে হবে। একটি সূত্রে বলা হয়, শুক্রবার দুপুরের পর তার বাসভবনে এ বিষয়ে বৈঠক অনুষ্ঠানের কথা।
উল্লেখ্য, পাকিস্তানের ৩৪২ আসনবিশিষ্ট জাতীয় পরিষদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয় ২৭২টি আসনে। বাকিগুলো সংরক্ষিত আসন। এরমধ্যে ৬০টি নারীদের জন্য ও বাকি ১০টি ধর্মীয় সংখ্যালঘু স¤প্রদায়ের জন্য সংরক্ষিত। বুধবার ২৭২টি আসনে নির্বাচনের কথা থাকলেও দুটি আসনে ভোট স্থগিত করা হয়।
অন্যদিকে প্রাদেশিক আসনগুলোতে মিশ্র ফলাফল দেখা গেছে। পাঁচটি প্রাদেশিক পরিষদের নির্বাচনে পাঞ্জাবে নওয়াজ শরীফের ঘাঁটিতে পিএমএন-এল ১২৭, পিটিআই ১২৩ ও পিপিপি ৬, সিন্ধুতে পিপিপি ৭৪, পিটিআই ২২ ও পিএমএন-এল ০, খাইবার পাখতুনখোয়াতে (কে পি) পিটিআই ৬৭, পিএমএল-এন ৫ ও পিপিপি ৪ এবং বেলুচিস্তানে পিটিআই ৪টি আসন পেয়েছে। পিএমএল-এন ও পিপিপি কোনো আসন পায়নি।
পর্যক্ষেকরা বলছেন, পাঞ্জাবে সরকার গঠন নিয়ে পিএমএল-এন ও পিটিআই-এর মধ্যে কঠিন লড়াই হতে চলেছে।
এদিকে ভোট কারচুপি বিষয়ে যৌথ কৌশল প্রণয়নের লক্ষ্যে এমএমএ ও পিএমএল-এন শুক্রবার যে বহুদলীয় সম্মেলন আহবান করেছে পিপিপি তাতে যোগ দেবে না বলে শুক্রবার জানিয়েছে।
ইমরান খানের নেতৃত্বে পাকিস্তানে নতুন সরকারের অধীনে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতার লক্ষ্যে এ সুযোগকে কাজে লাগাতে যায় তারা। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কথা বলেন। তবে কিছু বিষয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। এতে বলা হয়, মুখপাত্র বলেছেন, যেহেতু পাকিস্তান একটি নতুন সরকার নির্বাচিত করেছে, তাই যুক্তরাষ্্ট্র তাদের সঙ্গে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাবে।
ওই মুখপাত্র মত প্রকাশ, সভা সমাবেশ ও নির্বাচনের আগে মিডিয়ার স্বাধীনতায় যে টানাপড়েন ছিল সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। নির্বাচনের ফল সম্পর্কে প্রশ্ন করলে ওই মুখপাত্র বলেন, পাকিস্তান নির্বাচন কমিশনের ফলের জন্য আমরা অপেক্ষা করছি। অপেক্ষা করছি পর্যবেক্ষকদের প্রাথমিক পর্যবেক্ষণ রিপোর্টের জন্য।
ভারত একটি পদক্ষেপ নিলে
পাকিস্তান নেবে দু’টি
ইমরান খান বলেন, পাকিস্তানের নির্বাচনে পিটিআই বৃহত্তম দল হিসেবে আবির্ভ‚ত হয়েছে। কোনো সন্দেহ নেই আমরা নেতৃত্বে যাচ্ছি। সে সঙ্গে এটাও বলছি, আমি ক্ষমতায় গেলে সত্যিই ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ঠিক করবো। ভারত যদি একটি পদক্ষেপ নেয়, আমরা দুইটি পদক্ষেপ নেবো সম্পর্ক ভালো করতে।
বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি জাতির উদ্দেশে ভাষণে স্থানীয় সংবাদমাধ্যমকে এসব কথা বলেন। পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক বলেন, আমি ক্রিকেটের কারণে ভারতের অনেক জায়গায় ভ্রমণ করেছি। জানি তারা খুব অতিথিপরায়ণ। তাই ভারতের সঙ্গে আমি ভালো সম্পর্ক চাই। যদিও ভারত নিয়ে আমি একটু হতাশ। কেননা ভারতীয় সংবাদমাধ্যম আমাকে বলিউডের ভিলেন বানিয়ে দিয়েছিল। তারপরও আমিই ক্ষমতায় আসতে যাচ্ছি। খবর দি ডন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।