Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাসিরের লক্ষ্য ৬০০ রান

প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : এশিয়া কাপে ভারতের বিপক্ষে এক ম্যাচ, টি-২০ বিশ্বকাপেও মাত্র এক ম্যাচ! পর পর ২টি মেগা আসরে নাসিরের প্রয়োজনটাই যে অনুভব করেনি টীম ম্যানেজমেন্ট। এক সময়ের দ্য ফিনিশার নাসির দলে থাকতে, ‘এ’দলের হয়ে বেঙ্গালুরুতে ভারত ‘এ’ দলের বিপক্ষে ৫০ ওভারের ম্যাচ উইনিং পারফরমেন্সের (৫ উইকেট এবং সেঞ্চুরি) পরও সেই বেঙ্গালুরুতে দর্শক। তাসকিন, আরাফাত সানির উপর আরোপিত বোলিং নিষেধাজ্ঞায় ঢাকা থেকে শুভাগতহোম, সাকলায়েন সজীবকে উড়িয়ে এনে তাদের সার্ভিসের প্রয়োজন অনুভব করলেও নাসির থেকেছেন অপাংক্তেয়। এ নিয়ে মিডিয়ার প্রশ্নের মুখে পড়তে হয়েছে কোচ, অধিনায়ককে। দলের কম্বিনেশনের কারনে জায়গাটা পাচ্ছেন না একাদশে, মাশরাফি, হাতুরুসিংহের এমন যুক্তিকে যথার্থ মনে করেনি মিডিয়া। মাঠের বাইরে নাসিরের অনিয়ন্ত্রিত জীবন যাপনের অভিযোগটাই একাদশে সুযোগ পাওয়ার ক্ষেত্রে বড় অন্তরায়, এটাই মিডিয়ায় এসেছে। বিপিএল থ্রি তে আইকন ক্যাটাগরীর এই ক্রিকেটার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের আসন্ন আসরে হারিয়েছেন আইকন গ্রেড, নামিয়ে দেয়া হয়েছে তাকে ‘এ’ প্লাস গ্রেডে। তার নেপথ্যেও নাসিরের সাম্প্রতিক অফ ফর্মের পাশে শৃঙ্খলহীন জীবন যাপন।
তবে নাসির এই অভিযোগ উড়িয়ে দিয়েছেনÑ‘মানুষের কথায় আমি কখনো কান দেই না। এমন তো নয়, আমি প্র্যাকটিস করছি না। প্র্যাকটিস তো সময় মতো করছি।’ টি-২০ বিশ্বকাপে ধর্মশালায় নেদারল্যান্ডসের বিপক্ষে খেলে অবশিস্ট ৬টি ম্যাচে একাদশে বিবেচ্য না হওয়ার কারন হিসেবে টীম কম্বিনেশনকেই সামনে এনেছেন নাসির। টীম কম্বিনেশনের কারনে একাদশে জায়গা পাননি, তা মেনে নিয়েছেন এই অল রাউন্ডারÑ‘ভাল টীম করার জন্য যা যা করেছেন তারা, তা ঠিকই করেছেন। আমি হলেও একই কাজ করতাম।’
আসন্ন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার মঞ্চ হিসেবে নিয়েছেন নাসির। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের সর্বশেষ আসরে আবাহনীর হয়ে করেছিলেন ৫৫০ রান এবং পেয়েছিলেন ১৩ উইকেট। এবার নুতন ঠিকানা প্রাইম দোলেশ্বরে রাখতে চান অবদান। ব্যাটিংয়ে অন্ততঃ ৬শ’ রানের টার্গেট তারÑ‘৬শ’ রান করতে চাই। ২০, ৩০ রান করি না কেন, তা যেনো দলের জন্য করতে পারি, সেটাই আমার লক্ষ্য থাকবে।’ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের সর্বশেষ আসরে অল রাউন্ড পারফর্ম করে ফিরেছেন আন্তর্জাতিক ম্যাচে, সুযোগ পেয়েছেন বিশ্বকাপে, এবারো তাই প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগকে নিচ্ছেন নাসির সিরিয়াসলি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাসিরের লক্ষ্য ৬০০ রান

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ