মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভোটগ্রহণ শেষ হওয়ার ২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়ে যাওয়ার পরও পাকিস্তানের সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফল এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি। নির্বাচন কমিশনের কাছ থেকে সর্বশেষ পাওয়া হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ১১০টি আসনে জয় পেয়েছে ইমরান খানের দল পিটিআই। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন) পেয়েছে ৬৩টি আসন। আর ৪২টি আসনে জয় নিশ্চিত করে তৃতীয় অবস্থানে আছে পাকিস্তান পিপল’স পার্টি (পিপিপি)। এখনও ১৯টি আসনে ফল ঘোষণা বাকি আছে। এদিকে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ আনলেও পার্লামেন্ট বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পিএমএল-এন। পার্লামেন্টে ‘শক্ত বিরোধী দল হিসেবে ভূমিকা পালনের জন্য প্রস্তুত’ থাকার কথা জানিয়েছে তারা। বৃহস্পতিবার দলটির নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে। খবরে বলা হয়, দলের নেতা শাহবাজ শরিফের নেতৃত্বে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, পিএমএল-এন ‘শক্ত বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করবে।’ শাহবাজ শরিফ জানান, তারা তারা বিজয়ী প্রার্থীদেরকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠাবেন। আর পরাজিত প্রার্থীদের কাছে পাঠানো হবে উৎসাহমূলক চিঠি। পিএমএল-এন সভাপতি শাহবাজ আরও জানান, ভোট কারচুপির বিরুদ্ধে সোচ্চার হবেন তারা। দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে কারচুপির প্রমাণ সরবরাহ করা হবে বলেও জানান তিনি। পাকিস্তানের ৩৪২ আসনবিশিষ্ট জাতীয় পরিষদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয় ২৭২টি আসনে। বাকিগুলো সংরক্ষিত আসন। ডন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।