Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৈশাখী টিভিতে শুরু হচ্ছে নায়করাজ রাজ্জাক সপ্তাহ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

শাহ্ আলমের প্রযোজনায় বৈশাখী টিভিতে আজ থেকে শুরু হচ্ছে নায়করাজ রাজ্জাক সপ্তাহ। নায়করাজ অভিনীত ছবির প্রিয় সব গান নিয়ে সাজানো হয়েছে বৈশাখী টিভির নিয়মিত আয়োজন ‘মিউজিক অ্যালবাম’ অনুষ্ঠান। প্রচার হবে প্রতিদিন সকাল ৯ টা ১০ মিনিটে। চলবে ২ জুলাই পর্যন্ত। আজ প্রচার হবে রাজ্জাক-কবরী জুটির দীপ নেভে নাই ছবির-আমার এ গান তুমি শুনবে, স্মৃতিটুকু থাক ছবির-মন তো ছোঁয়া যাবে না, পরিচয় ছবির- মিছে মিছে রাগ করো না, আবির্ভাব ছবির- কাছে এসো যদি বলো, রংবাজ ছবির-হৈ হৈ রঙ্গিলা রে...। ২৯ জুলাই শনিবার প্রচার হবে রাজ্জাক-শাবানা জুটির অমর প্রেম ছবির-আমি কার জন্যে পথ চেয়ে রবো, পুত্রবধূ ছবির- জীবনো আঁধারে পেয়েছি তোমারে, অবুঝ মন ছবির- শুধু গান গেয়ে পরিচয়, কাবিন ছবির- তোমাকে পাওয়ার সুখে, ঘরনী ছবির- আরে ও আমার ময়না। ৩০ জুলাই শনিবার প্রচার হবে রাজ্জাক-ববিতা জুটির সোহাগ ছবির- এ আকাশকে স্বাক্ষী রেখে এবং আমি সাজবো নতুন সাজে, অসাধারণ ছবির- রাগের চেয়ে তোমার ও মুখ, লাইলী মজনু ছবির- তুমি আমি দু’জনে, অর্পণ ছবির- ভালোবাসা নামে এক চিঠি এসেছে...। ৩১ জুলাই রবিবার প্রচার হবে রাজ্জাক-সুজাতা ও শবনম জুটির জনপ্রিয় গান। এর মধ্যে- নাচের পুতুল ছবির- আয়নাতে ঐ মুখ, অশ্রæ দিয়ে লেখা ছবির- ও দুটি নয়নে স্বপনে চয়নে, আপনজন ছবির-¯øামালেকুম কেন এত দেরি হলো, এতটুকু আশা ছবির- রাগ করবার আরো যে কত, নাচের পুতুল ছবির- ও নদী ও আকাশ...। ১ আগস্ট সোমবার প্রচার হবে বন্ধু ছবির- বন্ধু তোর বারাত নিয়া আমি যাব, অভিযান ছবির- এক গেরস্থের ঘরে ছিলো এক হাঁস এবং সেই দিন এলো এতদিন পরে, জিঞ্জির ছবির- সুমন রাজন মোহন, নীল আকাশের নীচে ছবির-হেসে খেলে জীবনটা যদি চলে যায়...। ২ আগস্ট মঙ্গলবার প্রচার হবে দর্পচূর্ণ ছবির- তুমি যে আমার কবিতা, বৌরানী ছবির- যাবে কোথায় আমি যে হেথায় এবং অভিমানী মান করোনা যখন তখন, পিচ ঢালা পথ ছবির- ফুলের কানে ভ্রমর এসে, আপনজন ছবির-শোন্রে বাদল শোন, অশ্রæ দিয়ে লেখা ছবির- না সরে যেওনা...।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নায়করাজ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ