Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নায়করাজ রাজ্জাকের জীবনী নিয়ে গ্রন্থ লেখা শুরু করেছেন ছটকু আহমেদ

প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বেশ কয়েক মাস আগেই প্রখ্যাত চলচ্চিত্রকার ছটকু আহমেদ নায়করাজ রাজ্জাকের আত্মজীবনী নিয়ে একটি গ্রন্থ প্রকাশের উদ্যোগ নিয়েছেন। ইতোমধ্যে এর কাজও শুরু করেছেন। গ্রন্থটির নাম দিয়েছেন ‘টালিগঞ্জ থেকে ঢালিউড’। আগামী একুশে বইমেলায় এটি প্রকাশ হবে। গ্রন্থটিতে রাজ্জাক তার জীবনের নানা কথা তুলে ধরবেন। নিজের নায়িকাদেরকে নিয়েও অনেক অজানা কথা তুলে ধরবেন। রাজ্জাক বলেন, আমাদের আমলে সিনেমা হলের সংখ্যা ছিল ৩০০। সেই হল বেড়ে হয়েছিল ১২০০। এখন কোনো জুটি নেই বলে হল নেমে এসেছে ৩০০-তে। তিনি বলেন, নায়ক-নায়িকার জুটি জনপ্রিয়তা পাবে, আবেদন থাকবে তবেই না চলচ্চিত্র টিকে থাকবে। ছটকু আহমেদ বলেন, এখন চলচ্চিত্রের মহাসংকট কাল। আর এই সংকটে চলচ্চিত্রকে সজীব করতে শিল্পী-কলাকুশলীদের দরকার রাজ্জাক ভাইয়ের জীবনাদর্শ। ৭৬ ছুঁই ছুঁই করা বয়সেও যিনি তার আত্মার সঙ্গে মিশিয়ে রেখেছেন চলচ্চিত্র। যার ধ্যান-জ্ঞান চিন্তা-চেতনা সবই আবর্তিত হয় চলচ্চিত্রকে কেন্দ্র করে। সেই জীবন্ত কিংবদন্তী নায়করাজ রাজ্জাক ভাইয়ের জীবদ্দশায় প্রকাশিতব্য এই গ্রন্থ চলচ্চিত্রের বর্তমান সংকট উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করছি। নায়করাজ স¤পর্কে যে যা জানেন সেই জানাটুকু আমাকে জানিয়ে দিন, আমি তা গ্রন্থে সন্নিবেশিত করে পাঠকের সামনে তুলে ধরব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নায়করাজ রাজ্জাকের জীবনী নিয়ে গ্রন্থ লেখা শুরু করেছেন ছটকু আহমেদ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ