Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যানের জামিন নিয়ে প্রশ্ন হাইকোর্টের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৮, ১২:৫২ এএম

দুদকের মামলায় গ্রেফতারের তিন ঘন্টার মধ্যে ম্যাজিষ্ট্রেট আদালত থেকে এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুল হকসহ দুইজনের জামিন হওয়ায় হাইকোর্ট প্রশ্ন তুলেছেন। হাইকোর্ট বলেছেন, ওরা কত সৌভাগ্যবান। গ্রেফতারের তিন ঘন্টার মধ্যে জামিন হয়ে গেছে। অথচ পত্রপত্রিকায় খবরে দেখি অনেক জামিনযোগ্য মামলায় জামিন হচ্ছে না।
গতকাল বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বৃহত্তর বেঞ্চ এ প্রশ্ন তুলেছেন। বিচার শুরুর আগেই বিশেষ আইনের কোনো মামলায় বিচারিক হাকিম (জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট) আদালত কোনো আসামিকে জামিন দিতে পারে কীনা তা নিষ্পতির জন্য তিন বিচারপতির সমন্বয়ে গঠিত এই বৃহত্তর বেঞ্চে শুনানি শুরু হয়েছে।
আদালতে ওয়াহিদুল হকের পক্ষে আইনজীবী ছিলেন আরশাদুর রউফ ও শেখ বাহারুল ইসলাম। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ। আদালত আগামী ৯ আগষ্ট পরবর্তী শুনানির দিন ধার্য্য করেছেন। একশ ৬৫ কোটি টাকা পাচারের অভিযোগের ওয়াহিদুল হকসহ ৮ জনের বিরুদ্ধে গত ২৫ জানুয়ারি দুদক মতিঝিল থানায় মামলা করে। এ মামলার পর ওইদিনই ওয়াহিদুল হক, আবু হেনা মোস্তফা কামাল ও সাইফুল হককে গ্রেপ্তার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাইকোর্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ