রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পটুয়াখালীসহ দক্ষিনাঞ্চালের উন্নয়নে জোটবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন কেন্দ্রীয় যুবলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক কামরান শহীদ প্রিন্স মহব্বত। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এ কথা বলেন। তিনি বলেন পায়রা বন্দরকে কেন্দ্র করে এখন আমাদের অবহেলিত এ অঞ্চলের উন্নয়ন শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ অঞ্চলকে একটি অর্থনীতিতে সমৃদ্ধ অঞ্চল হিসেবে দেখতে চান।
পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজল বরণ দাসের সভাপতিত্বে ও টেলিভিশন জার্নালিষ্ট ফোরামের সাধারন সম্পাদক মুজাহিদ প্রিন্সের সঞ্চালনায় স্থানীয় মল্লিকা পার্টি সেন্টারে মত বিনিময় সভার শুরুতে কামরান শহীদ প্রিন্স মহব্বতকে ফুলের তোড়া ও ক্রেষ্ট দিয়ে শুভেচ্ছা জানান প্রেসক্লাব সভাপতি কাজল বরণ দাস। পরে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক রুপান্তর সম্পাদক কেএম এনায়েত হোসেন,প্রবীন সাংবাদিক অতুল চন্দ্র দাস, দৈনিক গণদাবী সম্পাদক গোলাম কিবরিয়া, টেলিভিশন জার্নালিষ্ট ফোরাম সভাপতি কাজী সামসুর রহমান ইকবাল,প্রেসক্লাব সহ-সভাপতি মুফতী সালাউদ্দীন, শিক্ষক নেতা আলাউদ্দীন মোহাম্মদ প্রমুখ। এ সময় জেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।