মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নানান কায়দায় স্বর্ণ পাচারের নিত্যনতুন ঘটনা ঘটলেও থেমে নেই। কখনও জুতার ভেতর, কখনও স্কস্টেপ দিয়ে শরীরে জড়িয়ে, কখনও বা গাড়ির চাকায়, কখনও পাকস্থলীতে। কিন্তু স্বর্ণ চোরাচালানের কায়দা দেখে হতবাক সংশ্লিষ্ট কর্মকর্তারা। জানা যায়, একটা পাত্রের মধ্যে রাখা হয় হালকা হলুদ রঙের পেস্ট জাতীয় পদার্থ। প্রথমে দেখলে মনে হবে মানুষের মল। শুল্ক কর্মকর্তারাও তা-ই ভেবেছিলেন। কিন্তু ওই পেস্টটাই যে স্বর্ণ, সেটা কারও ধারণাতেই আসেনি। গত ২১ জুলাই ভারতের হায়দরাবাদের বিমানবন্দরে এক পাচারকারীর কাছ থেকে এমনই স্বর্ণের পেস্ট উদ্ধার হয়। ২২ জুলাই সংবাদ সংস্থা এএনআই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করতেই ভাইরাল হয়ে যায়। খবর অনুযায়ী, উদ্ধারকৃত স্বর্ণগুলো ওই পেস্টে ছিল। সেখান থেকে এক কেজি ১২০ গ্রাম ৭৮ মিলিগ্রামের মতো স্বর্ণ পাওয়া গেছে। এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।