Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্কে সেনা হামলায় ২৩ কুর্দি বিদ্রোহী নিহত

প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুরস্কের তুনসেলি এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে ২০ কুর্দি বিদ্রোহী নিহত হয়েছে। অপরদিকে একই এলাকায় ৩ তিন বিদ্রোহী ড্রোন হামলায় নিহত হয়। মোট নিহত হয়েছে ২৩ জন পিকেকে বিদ্রোহী। ভয়াবহ এই সংঘর্ষের কারণে কুর্দি অধ্যুষিত এলাকার সবচেয়ে বড় শহর দিয়ারবাকির এলাকার শত শত বাসিন্দা নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। এই ঘটনার পর তুরস্কের দিয়ারবাকিরে জারি করা সান্ধ্য আইনের পরিসর বিস্তৃত করা হয়েছে। সংঘাতের কারণে ওই এলাকায় কারফিউ জারি করা হয়। গত বুধবার এসব কথা জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এক প্রত্যদর্শী সাংবাদিক জানিয়েছেন, সান্ধ্য আইনের আওতায় থাকা দিয়ারবাকিরের সুর এলাকায় গুলিবর্ষণ ও বিস্ফোরণের শব্দের মধ্যেই শিশু ও বয়স্ক ব্যক্তিসহ শত শত স্থানীয় বাসিন্দা এলাকা ছেড়ে পালিয়েছে। পুলিশের হেলিকপ্টারগুলো এ সময় মাথার উপর চক্কর দিচ্ছিল। সেনাবাহিনী আরো জানিয়েছে, গত মঙ্গলবার সিরীয় সীমান্তের কাছে সিজের শহরে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের ১১ সদস্য এবং সুরে ৯ সদস্য নিহত হয়েছে। গত মাসে দেশটির দণিাঞ্চলে নিরাপত্তা অভিযান শুরু হওয়ার পর থেকে এই নিয়ে এই দু’টি শহরে এ পর্যন্ত প্রায় ৬০০ পিকেকে সদস্য নিহত হলো। এখানে বিদ্রোহীরা নিরাপত্তা বাহিনী সদস্যদের চালানো হামলায় রাইফেল থেকে গুলিবর্ষণ ও রকেট লাঞ্চার ব্যবহার করেছে বলেও জানিয়েছে নিরাপত্তা সূত্রগুলো। দিয়ারবাকিরের প্রাচীন এলাকা সুরে ২ ডিসেম্বর থেকে প্রায় ২৪ ঘণ্টা সান্ধ্য আইন বজায় রাখা হয়েছে। বিদ্রোহী ও সরকারি বাহিনীর লড়াইয়ে রোমান আমলে নির্মিত শহরের দেয়ালগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। রয়টার্স,আইবিটি ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্কে সেনা হামলায় ২৩ কুর্দি বিদ্রোহী নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ