Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যামেরনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারি বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের বিরুদ্ধে বিক্ষোভ করেন। বিক্ষোবকারীরা ঐতিহাসিক তাফালগড় স্কয়ারে সমবেত হয়ে সরকার বিরোধী সেøাগান দেয়। অনেক নেতাকর্মী প্রধানমন্ত্রী ক্যামেরনের পদত্যাগ দাবি করেন। পানামা পেপারস বিস্ফোরণের আগেই এই সমাবেশের পরিকল্পনা করা হয়েছিল। গত শনিবার সমাবেশ থেকে ব্রিটেনে স্বাস্থ্য খাত, গৃহায়ন, শিক্ষা ও সরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানানো হয়। পাশাপাশি ওয়েলসে যাতে স্টিল কারখানায় নিয়োজিত কয়েক হাজার মানুষ কাজ না হারায় সে বিষয়ে পদক্ষেপ নিতে ডেভিড ক্যামেরনের প্রতি আহ্বান জানানো হয়। উল্লেখ্য, ওই কারখানাগুলোতে খরচ কমানোর উদ্যোগ নিয়েছেন ক্যামেরন। এতে কয়েক হাজার শ্রমিক বেকার হয়ে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। শনিবার এ সমাবেশের আয়োজন করে দ্য পিপলস অ্যাসেম্বলি। বৃষ্টি উপেক্ষা করে সমাবেশে বক্তব্য রাখেন- ট্রেড ইউনিয়নের নেতারা ও রাজনীতিকরা। যোগ দেন বিরোধী দলী লেবার পার্টির কিছু নেতা। ভিডিও বার্তা পাঠান লেবার পার্টির নেতা জেরেমি করবিন। তিনি বলেন, যে কঠোরতা চালানো হচ্ছে তা রাজনৈতিক বিবেচনায়। এর অর্থনৈতিক কোন প্রয়োজন নেই। ওদিকে ক্যামেরন বলেছেন, তিনি ২০১০ সালে দায়িত্ব নেয়ার আগে তার পিতার কাছ থেকে পাওয়া অফসোর কোম্পানির শেয়ার বিক্রি করে তা থেকে সুবিধা নিয়েছেন। তার পিতা আয়কর ফাঁকি দেয়ার জন্য অফসোর কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন এমন অভিযোগ অস্বীকার করেন তিনি। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্যামেরনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ