বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম মহানগরীর খুলশী এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত পরিচয় তিন ব্যক্তি নিহত হয়েছেন। র্যাবের দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী।
বৃহস্পতিবার মধ্যরাতে নগরীর খুলশী থানাধীন রেলওয়ে ক্যান্টিনগেট এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান জানান, ওই তিনজন প্রাইভেটকারে যাচ্ছিলেন। র্যাবের টহলরত সদস্যরা তাদের থামার সংকেত দেন। কিন্তু তারা গাড়ি না থামিয়ে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে তিনজনের লাশ পাওয়া যায়।
র্যাবের দাবি, ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, গুলি ও ১২০ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ ছাড়া প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।
নিহত তিন ব্যক্তির লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি বলে জানান সহকারী পুলিশ সুপার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।