Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সউদির কারখানায় আগুন : নিহত ১২

প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সউদি আরবের পূর্বাঞ্চলীয় শিল্পনগরী জুবাইলে ইউনাইটেড পেট্রোকেমিক্যাল কোম্পানির একটি কারখানায় অগ্নিকা-ে ১২ কর্মী নিহত ও আরো ১১ জন আহত হয়েছেন। গত শনিবার সকাল ১১টা ৪০ মিনিটের দিকে নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ চলার সময় আগুনের সূত্রপাত হয় বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সউদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও কাতারের দ্য পেনিনসুলা। আগুন ছড়িয়ে পড়ার আগেই দ্রুত নিভিয়ে ফেলা হয়, কিন্তু আগুনের কারণে সৃষ্ট ঘন কালো ধোঁয়ার কারণে লোকজনের মৃত্যু হয় বলে প্রতিবেদনে জানানো হয়। ভারতীয় এক টেলিভিশনের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে নয়জন ভারতীয় ও তিনজন ফিলিপিনো। রয়টার্স।

যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণ বিমানের গতিরোধ রুশ জঙ্গি বিমানের
ইনকিলাব ডেস্ক : মার্কিন বিমান বাহিনীর একটি নজরদারি বিমানের গতিরোধ করেছে রাশিয়ার সুখোই এসইউ-২৭ জঙ্গিবিমান। বাল্টিক সাগরের আন্তর্জাতিক আকাশসীমায় ওড়ার সময় এ বিমানের গতিরোধ করার ঘটনা ঘটেছে। বিমানটির অপেশাদার এবং অনিরাপদভাবে গতিরোধ করা হয়েছে বলে যুক্তরাষ্ট্র দাবি করেছে। পেন্টাগনের মুখপাত্র জানান, মার্কিন বিমানটি আন্তর্জাতিক আকাশসীমায় উড়ছিল এবং কখনোই এটি রুশ সীমায় প্রবেশ করেনি। গত বৃহস্পতিবারে এ ঘটনা ঘটেছে বলে উল্লেখ করে তিনি জানান, মার্কিন বিমানটি ছিল আরসি-১৩৫। তিনি বলেন, অপেশাদার এবং অনিরাপদভাবে বিমানের গতিরোধের ঘটনায় এর সব ক্রু মারাত্মকভাকে ক্ষতিগ্রস্ত হতে পারতো। এর আগে, বাল্টিক সাগরের নিরপেক্ষ পানিসীমায় সুখোই-২৪ বিমান নিয়ম না মেনে মার্কিন একটি ডেস্ট্রয়ারের ওপর দিয়ে উড়ে গেছে বলে খবর প্রকাশিত হওয়ার কয়েকদিনের মধ্যেই নতুন এ দাবি করা হলো। অবশ্য মার্কিন এ দাবি নাকচ করে দিয়ে রাশিয়া বলেছে, তারা নিয়ম মেনেই মার্কিন রণতরীর ওপর দিয়ে উড়েছে। এর আগে রাশিয়া বলেছে যে গত সপ্তার গোড়ার দিকে বাল্টিক সাগরের আন্তর্জাতিক জলসীমায় তার বিমান যখন যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজের উপর দিয়ে উড়ে যায়, তখন তারা সব রকমের আন্তর্জাতিক নিয়ম পালন করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে তাদের এস-ইউ-২৪ বিমান পরীক্ষামূলক উড়ানো ছিল। যুক্তরাষ্ট্রের সমালোচনার জবাবে মন্ত্রণালয় বলে যে রুশ বিমান কেবল মাত্র ইউএসএস ডোনালড কুককে দেখতে পায় এবং নিরাপত্তার সব নিয়ম মেনেই তার পর ফেরত যায়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তা ঘোষণা করেন যে এ সপ্তায় দু’দিনের মধ্যেই রাশিয়ার সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের জাহাজের কাছে উপর্যুপরি আক্রমণের মহড়া দেয়। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদির কারখানায় আগুন : নিহত ১২
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ