Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জন্মভ‚মিতে সংবর্ধিত দালিচ

| প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

জøাতকো দালিচের জন্ম তৎকালীন যুগো¯েøাভিয়ার লিভনো শহরে। বর্তমানে যা বসনিয়া ও হার্জেগোভিনার অন্তর্ভুক্ত। তবে জাতিগতভাবে দালিচ ক্রোয়াট। বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফাইনালে নিয়ে ইতোমধ্যে জাতীয় বীরে পরিনত হয়েছেন ৫১ বছর বয়সী এই কোচ। তবে শুধু ক্রোয়াটদের জন্য নয়। বসনিয়ার জন্যেও গর্বের নাম এখন দালিচ। সেটা তিনি বুঝলেন পরশু জন্ম শহর লিভনোয় পা রাখার পর। দালিচের অর্জনে গর্বিত তারাও। স্থানীয় স্টেডিয়ামে নেচে-গেয়ে ও বিশাল সংবর্ধণার মাধ্যমে দালিচকে গ্রহণ করে লিভনোবাসী। স্টেডিয়ামে তখন তিল ধারনের ঠাই ছিল না। এসময় ভক্ত-সমর্থকদের হাতে ছিল ক্রোয়েশিয়া এবং বসনিয়ার ও হার্জেগোভিনার পতাকা। ছিল রঙ্গিন আলোর ফোয়ারা। স্টেডিয়ামটিতে বানানো হয় বিশাল স্টেজ। সেখানে গান গেয়ে উপস্থিত জনতাকে মুগ্ধ করেন জনপ্রিয় ক্রেয়েশিয়ান গায়ক মার্কো পারকোভিচ। রাশিয়া বিশ্বকাপের নক আউট পর্বে ডেনমার্ক, রাশিয়া ও ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে ক্রোয়েশিয়া। কিন্তু ফাইনালে ফ্রান্সের কাছে হেরে থামে ক্রোয়েশিয়ার স্বপ্নযাত্রা। বিশ্বের দ্বিতীয় সেরা দল হওয়ার পর দালিচ নিজেকে বিশ্বের দ্বিতীয় সেরা কোচ হিসেবে দাবি করেন। উল্লেখ্য, ফিফা বর্ষসেরা কোচের দশজনের সংক্ষিপ্ত তালিকায় রয়েছে দালিচের নাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দালিচ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ