Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রকৃত চুক্তি চান ট্রাম্প

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে ‘প্রকৃত চুক্তি’ চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিষয়ে কয়েক দিন আগের কঠোর অবস্থান থেকে সরে এসে নতুন করে চুক্তি সইয়ের আগ্রহ প্রকাশ করলেন তিনি। মঙ্গলবার মিসৌরিতে যুদ্ধফেরত সাবেক সেনাদের এক সমাবেশে তিনি বলেন, “আমরা একটি ‘প্রকৃত চুক্তি’ করতে প্রস্তুত আছি। এমন কোনো চুক্তি নয় যা সাবেক প্রশাসন করেছিল। সেটি ছিল একটি বিপর্যয়।” প্রসঙ্গত, গত ৮ মে অন্যায়ভাবে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যান ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে দীর্ঘ দিনের আলোচনার পর সমঝোতাটি সই হয়েছিল। কিন্তু ট্রাম্প ওই সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের তেল বিক্রি পুরোপুরি আটকে দেওয়ার হুমকি দিয়েছেন। এরপর চলতি সপ্তাহে ইরানের প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে ট্রাম্পের উদ্দেশে বলেছেন, সিংহের লেজ নিয়ে খেলবেন না। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষেপে গিয়ে এক টুইটে ইরানকে বলেছেন, আমেরিকাকে কখনো আর হুমকি দেবেন না। দিলে এমন পরিণাম ভোগ করবেন, ইতিহাসে যাদের সংখ্যা খুব অল্প। ইরান অবশ্য ট্রাম্পের এ বক্তব্যকে গুরুত্বহীন হিসেবে আখ্যায়িত করেছে। এর আগে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞা তুরস্ক মানবে না বলে মন্তব্য করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগøু। তুরস্কের এ সিদ্ধান্ত ইতিমধ্যে যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। মেভলুত মঙ্গলবার এক অনুষ্ঠানে বলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা অন্যায্য। কাজেই তুরস্ক নিষেধাজ্ঞা মানবে না। গত সপ্তাহে মার্কিন অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল তুরস্ক সফর করেছেন। ওই প্রতিনিধি দলকে তুরস্কের এই অবস্থানের কথা জানিয়ে দেয়া হয়েছে। তিনি বলেন, আমরা বলেছি তুরস্ক নিষেধাজ্ঞা মানবে না। আমরা উপযুক্ত শর্তে ইরানের কাছ থেকে তেল কিনে থাকি। এর বাইরে অন্য কী অপশন রয়েছে? আমরা বলেছি মার্কিন নিষেধাজ্ঞাকে আমরা ন্যায্য বলে মনে করি না। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ