মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মেক্সিকোর সঙ্গে আগে নাফটা চুক্তি সম্পন্ন করতে হবে। নইলে তিনি ভিন্ন পথ বেছে নেবেন। মেক্সিকোর নবনির্বাচিত প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওবরাদোরকে দেওয়া এক চিঠিতে এই কথা বলেছেন ট্রাম্প। গত ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও নতুন প্রেসিডেন্ট লোপেজ ওবরাদোরের সঙ্গে দেখা করেন। ওই মার্কিন প্রতিনিধি দল তাকে ট্রাম্পের চিঠিটি দেন। এতে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (নাফটা) আবার সফলভাবে বাস্তবায়ন করা গেলে আমেরিকা ও মেক্সিকোর কঠোর পরিশ্রমী কর্মীদের জন্য আরও বেশি চাকরি ও উচ্চ মজুরির ব্যবস্থা করা যাবে। কিন্তু তা খুব দ্রæত করতে হবে। আর তা না হলে আমাকের অবশ্যই ভিন্ন পন্থা অবলম্বন করতে হবে’। ট্রাম্প আরও বলেন, এটা আমার পছন্দের বিষয় নয়, বরং যুক্তরাষ্ট্র ও তাদের করদাতাদের জন্য তা আরও লাভজনক হবে। সিএনএন, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।