Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে শিশু ধর্ষনের অভিযোগে প্রবাসী আটক

স্টাফ রিপোর্টার, সাভার | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৮, ৫:০৫ পিএম

সাভারে এক শিশু (১১) ধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় ধর্ষণকারী যুবক কুয়েত প্রবাসী কবির হোসেনকে (৩৮) বুধবার দুপুরে আটক করেছে পুলিশ।

ধর্ষণের ঘটনাটি ঘটেছে সাভার পৌর এলাকার জামসিং মহল্লায়।

এলাকাবাসী জানায়, ধর্ষণের শিকার ওই শিশুটি তার বাবার সাথে জামসিং এলাকায় ফুফু লিল্পীর বাসায় থাকতো । পরে গত ২১ তারিখ থেকে জোর পূর্বক ও ভয়ভিতি দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে আসছিলো তার ফুপা কুয়েত প্রবাসী কবির হোসেন। পরে আজ শিশুটি ধর্ষণের বিষয়টি তার বাবা রিপন মিয়াকে জানালে তিনি পুলিশকে খবর দিলে পুলিশ নিজ বাড়িতে তল্লাশী চালিয়ে কুয়েত প্রবাসী কবির হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে। এসময় পুলিশ শিুশুটিকেও উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এবিষয়ে সাভার মডেল থানার এসআই এনামুল হক বলেন, এঘটনায় থানায় একটি মামলা দায়ের করে আসামীকে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে ও আজ শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান ষ্টফ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ