Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বৈশাখের ছড়া

প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

শাহাদাৎ শাহেদ

মেলায় যাবো

মেলায় যাবো, মেলায় যাবো
মুড়কি, মিঠাই, মন্ডা খাবো
আজ সারাদিন ছুটি,
পুতুল নাচও দেখতে পাবো
কী যে মজা- একটু ভাবো
আজ সারাদিন কেমন হবে
খুশির লুটোপুটি।
মেলায় গিয়ে কিনবো পাখা
কিনবো ঘুড়ি, মুখোশ আঁকা
সাজবো মনের রঙে,
ঢোলের সাথে তবলা বাজে
খুশির জোয়ার মনের মাঝে
নাচবো নানান ঢঙ্গে।
ফেরার সময় বলবো আমি-
বোশেখ তুমি অনেক দামি
আবার এসো ফিরে,
তোমায় নিয়ে হাজার খুশি
ছোট্ট মুমু, অরুণ, রুশি
ভাবনা হাজার, অনেক কিছু
শুধই তোমায় ঘিরে।


বোশেখ এলো বলে

প্রকৃতি আজ সাজছে দেখ
নতুন করে, কেন?
ডালে ডালে ফুল ফোটেছে
খুশির জোয়ার যেন।
ঢোলক বাজে, তবলা বাজে
পুতুল নাচে তালে,
বৈশাখের-ই এই আয়োজন
বরণ করার কালে।

শরিফ আহমাদ
বোশেখ মাসে

ঘূর্ণি ঝড়ের বোঝা মাথায়
এলো বোশেখ মাস
এ মাসে হয় নতুন নতুন
ফল-ফলাদির চাষ।
দখিন হাওয়া এসে লাগায়
ঝাপটা আমের গায়
ঝোপ-জংগলে হুড়োহুড়ি
কে আগে তা খায়?

লকলকিয়ে বেড়ে ওঠে
কচি লিচুর মুখ
পাখির বাড়ে আনাগোনা
বুকে জাগে সুখ।

কাঁঠাল গাছে খাঁ খাঁ রোদে
লাগায় রঙের ছোপ
এ মাস নানান ফল-ফলাদি
খাওয়ার বাড়ায় লোভ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৈশাখের ছড়া

১৮ এপ্রিল, ২০১৬
আরও পড়ুন