বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোরে দু্ই ডাকাত দলের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত পরিচয়ে দুজন নিহত হয়েছেন। বুধবার ভোরে যশোর-মণিরামপুর সড়কের কানাইতলা এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান জানান, যশোর-মণিরামপুর সড়কের কানাইতলায় দুদল ডাকাতের মধ্যে গোলাগুলি হচ্ছে বলে রাতে পুলিশ খবর পায়। এর ভিত্তিতে ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় সেখানে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে পড়ে থাকতে দেখে তাদের উদ্ধার করে হাসপাতালে আনলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে গাছকাটা করাত, ৩টি হাঁসুয়া ও কিছু দড়ি উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের নাম-পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।