Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে প্রথম নারী প্রধান বিচারপতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৮, ১২:০৪ এএম

পাকিস্তানে এই প্রথম একজন নারী বিচারপতি একটি প্রদেশের প্রধান বিচারপতির নিয়োগ পেয়েছেন। তিনি হলেন বিচারপতি সৈয়দা তাহিরা সফদার।
গতকাল মঙ্গলবার দ্য এক্সপ্রেস ট্রিবিউন এই খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, গত সোমবার তাহিরাকে পাকিস্তানের প্রধান বিচারপতি (সিজেপি) মিয়া সাকিব নিসার বেলুচিস্তান হাইকোর্টের (বিএইচসি) প্রধান বিচারপতি পদে মনোনীত করেন।
আগামী ১ সেপ্টেম্বর বেলুচিস্তান হাইকোর্টের প্রধান বিচারপতি মুহাম্মদ নুর মুসকানজাই অবসরে যাচ্ছেন। একদিকে মুসকানজাই অবসরে যাবেন এবং অন্যদিকে প্রথম নারী প্রধান বিচারপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করবেন বিচারপতি তাহিরা সফদার।
বিচারপতি তাহিরা আগামী বছরের ৫ অক্টোবর পর্যন্ত বেলুচিস্তান হাইকোর্টের (বিএইচসি) প্রধান বিচারপতি পদে বহাল থাকবেন বলে জানা গেছে। তিনি ১৯৫৭ সালের ৫ অক্টোবর পাকিস্তানের কোয়েটায় জন্ম গ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান প্রধান বিচারপতি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ